গত ২২ ডিসেম্বর রোজ রবিবার ৬ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দীপু সভাপতি এবং নজরুল ইসলামের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক লুতফুর রহমান ও মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক জাভেদ চৌধুরী। বক্তারা মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান ও তাদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়ার আবেদন করেন। সেই সাথে উপস্থিত সবাইকে মহান বিজয় দিবসের অফুরন্ত শুভেচ্ছা ও স্বাগত জানান এবং বলেন বিগত দিনে এসোসিয়েশন বিভিন্ন জাতীয় দিবস উদযাপনসহ সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা এবং বিভিন্ন পর্যায়ের সামাজিক উন্নয়নে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। তারা আগামীতে এই ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন। সভাপতি তার বক্তব্যে বলেন, “আপনাদের সবার উপস্থিতিতে অনুষ্ঠান সফল ও সুন্দর হয়েছে।
তাই উদযাপন কমিটি সহ এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানান। এতে আরও উপস্থিত ছিলেন আমিনুর রশিদ চৌধুরী কাপ্তান ,অলিউর রহমান, অরবিন্দু চৌধুরী মৃদুল, কাজী এবাদ, পিকে চন্দ, সৈয়দা শিরিন সুলতানা, উরমী, রোকেয়া রশিদ চৌধুরী, ও আতিকুর রহমান প্রমুখ সহ প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ। অনুষ্ঠানের ২য় পর্বে মনোগ্রন্থ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন মোহাম্মদ হোসেন, মিল্টন বড়ুয়া, জিন্নাত বেগম, লুতফুল বারী, নিওন সালাউদ্দিন, মুরাদ ও আবুল কালাম আজাদ। কৌতুকে জিয়াউল আলম চৌধুরী, মিল্টন বড়ুয়া ও গল্পে ছিলেন সালাউদ্দিন আহমদ প্রমুখ। শেষাংশে সবাইকে মুখরোচক নাস্তায় আপ্যায়িত করা হয়।
মন্তব্য করুন