১৫ই ডিসেম্বর ২০২৪ খ্রিঃ রোজ রবিবার “গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান “ এর এক সাধারণ সভা সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সংস্হার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্ত্বে এবং সাধারন সম্পাদক ইন্জনিয়ার খাজা আফজাল হোসেন এর পরিচালনায় ওয়ারেন সিটির এক অভিজাত রেষ্টুরেন্ট “রান্নাঘর দেশী কুইজিন” এ অনুষ্ঠিত হয় । অনুষ্ঠিত এই সাধারণ সভায় বিশদ আলোচনা ও পর্যালোচনান্তে বিপুল সংখ্যক সধারণ সদস্যের উপস্হিতে সকলের সর্ব সম্মতিক্রমে অত্যন্ত জরুরী – জন গুরুত্ত্ব পূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত- ১. মিশিগানে বসবাসরত জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত “গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান” এর কলেবর বর্ধিত করে কোম্পানীগন্জ উপজেলার প্রবাসীদেরকে সকলের সর্ব সম্মতিক্রমে অত্র সংগটনে সাংবিধানিক নিয়ম অনুযায়ী সমমর্যাদার ভিত্তিতে অন্তর্ভূক্তি অনুমোদন করা হয় । অর্থাৎ সংগঠনটি অদ্য ১৫ই ডিসেম্বর ২০২৪ খ্রিঃ হতে গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগন্জ উপজেলার সমন্বয়ে একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসাবে পূর্ণতা লাভ করে।
সিদ্ধান্ত- ২. সংগটনের গঠনতন্ত্র সময় উপযোগী করার লক্ষে ৬০ কার্যদিবস সময় নিরূপিত করে ৭ সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র পূনর্গঠন কমিটি গঠন করা হয় । ১. সর্ব জনাব মোং মোস্তফা আনোয়ার ( জৈন্তাপুর ) – আহবায়ক ২. এডভোকেট দীপক চৌঃ ( গোয়াইনঘাট ) ৩ শরীফ উদ্দিন আহমদ ( কানাইঘাট ) ৪. হাজী আব্দুর রাকিব ( কোম্পানীগন্জ ) ৫. অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ ( গোয়াইনঘাট ) এবং পদাধিকার বলে ৬. আবুল কালাম আজাদ ( সভাপতি ) ৭. ইন্জিনিয়ার খাজা আফজাল হোসেন ( সাধারণ সম্পাদক ) কে নিয়ে কমিটি গঠন করা হয়।
সিদ্ধান্ত – ৩. সংগটনের ক্রয়কৃত স্হাবর সম্পত্তি কবর এর বর্তমান অবস্হা নিরুপনের জন্য ৪৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দাখিলের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
১. সর্ব জনাব ইন্জিনিয়ার আনোয়ার হোসেন – (জৈন্তাপুর ) আহবায়ক ২. লুৎফুর রহমান ( গোয়াইনঘাট ) ৩. ওয়ালীউর রহমান ( সাবেক সভাপতি কানাইঘাট) ৪. হাজী মোং আব্দুর রকিব ( কোম্পানীগন্জ ) ৫. জামালুর রহমান ( জৈন্তাপুর ) কে নিয়ে কমিটি গঠন করা হয় ।
সিদ্ধান্ত- ৪. অত্র সংগটন কর্তৃক বিগত দিনে প্রেরিত গোয়াইনঘাট উপজেলায় স্হায়ী বৃত্তির বর্তমান প্রেক্ষাপট নিরুপনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক কে দায়িত্ব প্রদান করা হয়।
সিদ্ধান্ত-৫. সংগটনের ২৫ বর্ষ পুর্তিতে রজত জয়ন্তী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত – ৬. সংগটনের ৪ জন সদস্য/ সদস্যা ও অভিবাবক এর মৃত্যুতে শোক প্রস্তাব ও দোয়া অনুষ্ঠিত হয়।
সিদ্ধান্ত-৭. পিকনিক ২০২৪ এর আয় ব্যয় এর হিসাব উপস্হাপন ও অনুমোদিত হয়।
উক্ত সাধারণ সভায় বৃহত্তর জৈন্তিয়ার ৪টি উপজেলার ( জৈন্তাপুর, কানাইঘাট , গোয়াইনঘাট ও কোম্পানীগন্জ ) বিপুল সংখ্যক সদস্য স্বতঃস্ফুর্ত ভাবে হ্রদয়ের টানে শুধু সংগটনকে ভালবেসে দু্র্যোগ পূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সভায় অংশ গ্রহণ করেন এবং উপস্হিত ছিলেন সংস্হার সম্মানিত উপদেষ্টা ইন্জিনিয়ার সর্ব জনাব মোং আনোয়ার হোসেন, মোং মোস্তফা আনোয়ার, ও মোং লুৎফুর রহমান । অন্যান্যদের মধ্যে গোলাম কিবরিয়া হেলাল (সাবেক চেয়ারম্যান) এবং আরো উপস্হিত ছিলেন গোয়াইনঘাট এসোসিয়েশন এর সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ ও সেক্ররেটারী এডভোকেট দীপক চৌঃ , কানাইঘাট এসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দীন আহমদ, মোং সাব্বির আহমদ, গোলাম আজম মাসুক, দিলওয়ার হোসেন ( সাবেক সেক্রেটারী ) , মোং রমিজ উদ্দীন ( ট্রেজারার ) , মুফিজুর রহমান শাহাজান, মোং শহিদ আহমদ, কয়েছ আহমদ , আনোয়ার হোসেন , ইফতেখার আহমদ হেলাল, হেলাল আবেদীন , সাইফ উদ্দীন , রসেন্দ্র কে দাস , অধ্যাপক মোং আমিনুল হক, মোহাম্মদ শুয়াইব ,নজরুল ইসলাম বদরুল , মোং আক্তার হোসেইন , জামালুর রহমান , তালহা বিন হেলাল , কয়েছ আহমদ , মোং মুজিবুর রহমান , মোহাম্মদ ইসলাম , খলিলুর রহমান, মোং আব্দুল খালিক , আবু কাওসার, আবুল হাসনাত , ফয়েজ আহমদ , এস, এম , জয়নাল আবেদীন , এবং কোম্পানীগন্জ উপজেলার হাজী মোং আব্দুর রহিম , হাজী আব্দুর রকিব, মোং ফরিদ আহমদ, হাফিজ হিফজুর রহমান , ইয়াসিন আহমদ সহ প্রমূখ।
সভাকে সুন্দর, সফল ও স্বার্থক করার জন্য সংগঠনের পক্ষ থেকে সভাপতি আবুল কালাম আজাদ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সবাইকে ইংরেজী নববর্ষ ২০২৫ এর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সভার কাজ সমাপ্ত হয়।
মন্তব্য করুন