আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্র নির্বাচনে কমলা হ্যারিস এবং টিম ওয়ালজের পক্ষে নির্বাচনী সভার আয়োজন করলো বাংলাদেশি আমেরিকান কমিউনিটি। ১৩ অক্টোবর সন্ধ্যায় ওয়ারেন সিটির রান্নাঘর রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যাকম্ব কাউন্টির সাবেক প্রসিকিউটর এবং ১০ম ডিস্ট্রিক্ট-এর কংগ্রেস প্রার্থী কার্ল মারলিঙ্গা, ওয়ারেন সিটি মেয়র লরি স্টোন, ম্যাকম্ব কাউন্টি ট্রেজারার ম্যাথিউ চার্চউইল, একাদশ ডিস্ট্রিক্ট স্টেট রিপ্রেজেনটেটিভ প্রার্থী ডনাভান ম্যাককিনি, ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর ক্রিস্টিনা হিন্স, চতুর্দশ ডিস্ট্রিক্ট স্টেট রিপ্রেজেনটেটিভ প্রার্থী মাইক ম্যাকফল, দ্বিতীয় ডিস্ট্রিক্ট-এর কাউন্সিল ইলেকশন প্রার্থী, ম্যাকম্ব কাউন্টি কমিশনার মাইকেল হুয়ার্ড।
নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস এবং টিম ওয়াল্জকে ভোট দেওয়ার আহবান করেন। এছাড়া সভায় বক্তব্য রাখেন হ্যামট্রামিক সিটির সাবেক মেয়র ক্যারন ম্যাজস্কি, বর্তমান কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, কাউন্সিলম্যান কামরুল হাসান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম, হ্যামট্রামিক সিটির সাবেক কাউন্সিলম্যান কাজী মিয়া, হ্যামট্রামিক সিটির সাবেক কাউন্সিলম্যান কাজী মিয়া, মিশিগান ডেমোক্রেটিক দলের ভাইস চেয়ারম্যান ড. শাহীন নাজমুল হাসানসহ আরো অনেক অতিথিবৃন্দ ।
এছাড়াও বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বকুল তালুকদার, ফয়সল আহমেদ, খাজা শাহাব আহমেদ, আব্দুশ শুকুর মাখন, শাহেদুল হক, মুজিব আহমদ মনির, জুবেরুল ইসলাম চৌধুরী খোকন, কাজী এবাদ, কবির আহমদ, সাব্বির খান, আকিকুক হক শামিমসহ আরো অনেক নেতৃবৃন্দ । এছাড়া সভায় আমেরিকান এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন