সিলেটের কানাইঘাট উপজেলার ভবানীপুর গ্রামের যুবকদেরকে নিয়ে আত্মপ্রকাশ ঘটলো ‘ভবানীপুর সমাজকল্যাণ পরিষদ’-এর।
সমাজসেবার মহান প্রত্যয় নিয়ে শনিবার (১১ অক্টোবর) রাতে এ সংগঠনের কমিটি গঠন করা হয়। রাসেল আহমদকে সভাপতি এবং আব্দুল বাছিতকে সেক্রেটারি করে মোট ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সাংগঠনিক সম্পাদক ছয়ফুল আলম, অর্থ সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক জুবেল আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শহীদ আহমদ, অফিস সম্পাদক জহির আহমদ, সমাজসেবা সম্পাদক কামরুল হোসেন, ক্রীড়া সম্পাদক আলতাফ হোসেন, বিদেশ বিষয়ক সম্পাদক জইন উদ্দিন, নির্বাহী সদস্য হলেন জয়নাল উদ্দিন, সুনাম উদ্দিন, শিপার আহমদ। পরিষদে উপদেষ্টা হিসেবে রয়েছেন গ্রামের প্রবীণ মুরব্বি চুনু মিয়া, মক্তার আলী, ফয়াজ আলী, আলকাছ মিয়া, আব্বাস আলী।
মন্তব্য করুন