বাংলা সংবাদ
২১ নভেম্বর ২০২২, ৯:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যেসকল নতুন নিয়মে চলছে ২০২২ ফিফা বিশ্বকাপ

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২২তম ২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠেছে রবিবার (নভেম্বর ২০)।

বিশ্বসেরার মুকুট পড়তে এক মাস ধরে লড়াই চলবে বিশ্ব ফুটবলে।

তারকাদের সাথে নজর থাকবে নতুনদের প্রতি। সারা বিশ্বের নজর থাকবে কাতারে ফুটবল খেলার দিকে।

এবারের বিশ্বকাপে কতিপয় নতুন নিয়ম যুক্ত করেছে বিশ্ব ফুটবলের নির্বাহি সংস্থা ফিফা।

অফসাইড

ফুটবলে একজন ফুটবলারের অফসাইডের নির্দিষ্ট নিয়ম আছে ফিফার। তারপরও এবারের বিশ্বকাপেও প্রযুক্তির সহায়তায় অফসাইড ধরা হবে। এতে অফসাইড নিয়ে বির্তক থাকবে না। ২০১৮ বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।

কাতারে অফসাইডের জন্য চালু হচ্ছে সেমিঅটোমেটেড অফসাইড প্রযুক্তি। প্রতিটি স্টেডিয়ামের ছাদের নিচের অংশে ১২টি ট্র্যাকিং ক্যামেরা স্থাপন করা হয়েছে। কোন অফসাইড হলেই ভিডিও ম্যাচ অফিশিয়ালদের কাছে অফসাইড সংকেত চলে যাবে।

খেলোয়াড় পরিবর্তন

করোনাভাইরাসের আগে ফুটবলে তিন খেলোয়াড় পরিবর্তন করা যেত। করোনার পর থেকে ৯০ মিনিটের মধ্যে পাঁচটি পরিবর্তন করার নিয়ম শুরু হয়। করোনার প্রকোপ কমে যাওয়ায়, আবারও নিয়ম পাল্টেছে।

এবারের বিশ্বকাপে পাঁচ জন ফুটবলার পরিবর্তন করা গেলেও সেটি করতে হবে তিন বারের মধ্যে। বিরতির সময় বাদ দিয়ে তিন বারের মধ্যে পাঁচ জন ফুটবলার পরিবর্তন করা যাবে।

এটি খেলোয়াড়কে সতেজ রাখতে এবং কোচকে কৌশল পরিবর্তন করতেও সাহায্য করবে। পেনাল্টি শুটআউটের আগে মূল একাদশে পরিবর্তন বা গোলরক্ষক পরিবর্তন করতে পারবে।

ম্যাচ চলাকালীন বেঞ্চের তালিকা 

বিশ্বকাপ দলে অন্তত ২৩ জন থাকবে। তবে সর্বোচ্চ ২৬ জন ফুটবলার রাখা হয়েছে। ম্যাচ চলাকালীন দলের বেঞ্চে ২৬ জনের বেশি বসতে পারবেন না। এরমধ্যে ১৫ জন বদলি ফুটবলার এবং ১১ কর্মকর্তাদের মধ্যে একজন অবশ্যই দলের চিকিৎসক হতে হবে।

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে 

এবারের বিশ্বকাপে আটটি গ্রুপে ভাগ হয়ে ৩২টি দল অংশ গ্রহন করবে। গ্রুপে থাকা চারটি দলের প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সেরা দু’দল শেষ ষোলোর টিকিট পাবে।

যদি গ্রুপ পর্বের ম্যাচে কোনও দলের পয়েন্ট সমান হয়, গোল পার্থক্যে এগিয়ে থাকা দল যাবে পরের পর্বে। তখনও যদি গোল সমান হয় তখন যে দল বেশি গোল করবে তারাই পরের পর্বের টিকিট পাবে।

তারপরও যদি পয়েন্ট সমান, গোল পার্থক্য সমান এবং গোল করার সংখ্যাও সমান হয় তখন গ্রুপ পর্বে একে অপরের লড়াই দেখা হবে। সেখানেও যদি সবকিছু সমান হয় তাহলে যে দল কম কার্ড দেখেছে, সেই দল যাবে পরের রাউন্ডে। তাতেও যদি সমান হয় তাহলে ফিফার র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দল যাবে শেষ ষোলোতে।

পেনাল্টির সময় লাইনে পা রাখতে হবে গোলরক্ষককে

ইউরোপের অনেক লিগেও এই নিয়ম চালু আছে । ফিফা বিশ্বকাপে এই নিয়ম থাকাতে অবাকের কিছু নেই। পেনাল্টি কিকে নিয়ম বলছে, পেনাল্টি কিকের আগে গোলরক্ষকের একটি পা অবশ্যই লাইনে থাকতে হবে।

নারী রেফারি

এই প্রথমবারের মত পুরুষ ফুটবল বিশ্বকাপে নারী রেফারিদের দেখা যাবে। বছরের পর বছর এর উল্টোটা দেখা গেছে বিশ্ব ফুটবলে। নারীদের ফুটবলে পুরুষ রেফারি ছিলো। এবার পুরুষ ফিফা বিশ্বকাপে নারী রেফারিদের দেখা যাবে। সূত্র বাসস।

আরও পড়ুনঃ বিশ্বকাপ ফুটবলে আকর্ষণ ফুটিয়ে তুলবেন ইয়ামাশিতা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েট জল প্রোগ্রাম তহবিল অস্পষ্ট

সার্বিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে মিছিল

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত পুতিন: জানুয়ারিতে ছাড়ছেন ক্ষমতা !

আমেরিকানরা ২০২৪ এর চেয়ে ২০২৫ নিয়ে বেশি আশাবাদী 

অভিবাসনে মার্কিন যুক্তরাষ্ট্রে জনসংখ্যা বৃদ্ধি

নাইজেরিয়ায় বড়দিনের খাবার বিতরণের সময় পদদলিত হয়ে মৃত্যু-৩২

শেষ মুহূর্তের ক্রিসমাস কেনাকাটায় ক্রেতাদের কৌশল ও অভিজ্ঞতা

মিশিগানে শীতকালীন তাপমাত্রার তারতম্য

মিশিগানে বিশ্ব সিলেট সম্মেলন আয়োজন উপলক্ষে সভা অনুষ্ঠিত

মিশিগান বিশ্ববিদ্যালয়ের নার্সিং কর্মীদের ইতিবাচক পরিবর্তন

১০

মিশিগানের একটি ব্যালে কোম্পানি থেকে চুরি

১১

জনসাধারণকে অন্ধকারে রেখে মিশিগানে স্বচ্ছতার পরিকল্পনা

১২

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মিশিগান ফেডারেল সরকার শাটডাউন দ্বারা প্রভাবিত

১৪

মিশিগানের পার্কে মহিলা নিখোঁজ

১৫

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান এর সাধারণ সভা

১৬

ডেট্রয়েট চিড়িয়াখানায় নতুন সদস্য সিংহ কালু

১৭

ডেট্রয়েটে উইন্ডসর টানেলের টোল বৃদ্ধি

১৮

ডেট্রয়েটে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার

১৯

মিশিগানে ১০০০ পাউন্ডের বেশি কোকেনসহ ট্রাক আটক

২০