আইপিএলের মেগা নিলামে প্রথম দিন নাম উঠেনি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। বাংলাদেশ সময় বিকেল ৪টায় মেগা নিলাম শুরু হলেও বাংলাদেশি ক্রিকেটারদের নাম প্রথমে উঠে সন্ধ্যা ৭টার পর। এখন পর্যন্ত উঠেছে দুই বাংলাদেশির নাম। দুজনের কাউকে নিতেই আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। অবিক্রিত থাকলেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
বাংলাদেশের ১২ জন খেলোয়াড়ের নাম ছিল এবার আইপিএল নিলামে। সবার আগে নিলামে উঠেছিল মোস্তাফিজের নাম। তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসে খেলা মোস্তাফিজ অবিক্রিত থাকলেন। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি।
এবারই প্রথম এমন ঘটনা ঘটল মোস্তাফিজের সঙ্গে। প্রথমবার নিলামে উঠেছিল তার নাম ২০১৬ সালে। সেবার তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম আসরেই তিনি হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার। দলকেও জিতিয়েছিলেন শিরোপা।তারপর তিনি খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে। মাঝে করোনাকালে ২০২০ মৌসুমে তিনি খেলতে যাননি। কারণ ঐ সময়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল। যদিও পরে সিরিজটি বাতিল হয়ে যায়। সব মিলিয়ে ৫৭ ম্যাচে ২৮.৮৯ গড়ে ৬১ উইকেট পেয়েছেন মোস্তাফিজ ৪টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে।
এছাড়া দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিলামে উঠেছিল রিশাদ হোসেনের নাম। বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনস রিশাদকে কিনলেও আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। তাঁর ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি।
মন্তব্য করুন