বাংলা সংবাদ ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৪২ রানে অল আউট শ্রীলঙ্কা

মাত্র ৪২ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাত্র ১৩.৫ ওভারেই লন্ডভন্ড হয়ে গেছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে এটি সর্বনিম্ন রান।

 

একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কোনো দলের সর্বনিম্ন। আর বলের দিক থেকে শ্রীলঙ্কার ইনিংসটি টেস্ট ইতিহাসের দেড় শ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন।আজকের আগে টেস্টে শ্রীলঙ্কার সর্বনিম্ন রান ছিল ৭১; ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডসহ টেস্ট খেলুড়ে ৯টি দলেরই ৫০ রানের মধ্যে অলআউট হওয়ার ‘রেকর্ড’ ছিল এত দিন। বাকি ছিল টেস্টের নতুন দল আফগানিস্তান, জিম্বাবুয়ে (৫১ আছে) ও শ্রীলঙ্কা।আজ ডারবানের কিংসমিডে শ্রীলঙ্কাকে পঞ্চাশের কমে অলআউটের সেই বিব্রতকর তালিকায় ঢুকিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ডানহাতি পেসার মার্কো ইয়ানসেন ৬.৫ ওভার বল করে ১৩ রানে নিয়েছেন ৭ উইকেট, যা চলতি শতাব্দীতে দক্ষিণ আফ্রিকান পেসারদের মধ্যে সেরা। শ্রীলঙ্কার ১১ ব্যাটসম্যানের মধ্যে মাত্র ২ জন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। শূন্য রানে আউট হয়েছেন ৫ জন।দুই টেস্ট সিরিজের প্রথমটিতে আজ ছিল দ্বিতীয় দিন। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১৯১ রানে গুটিয়ে দিয়ে বেশ স্বস্তিতেই ছিল শ্রীলঙ্কা। কিন্তু আনন্দ মিলিয়ে যেতে শুরু করে ব্যাটিংয়ের তৃতীয় ওভার থেকে। ওই ওভারের শেষ বলে কাগিসো রাবাদার বলে ক্যাচ দিয়ে ফেরেন দিমুথ করুনারত্নে। পরের ওভারে ইয়ানসেন এসে স্লিপে ক্যাচ বানিয়ে ফেরান পাতুম নিশাঙ্কাকে। ৩ বলের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পথ ধরে শুরু হয় একের পর এক ব্যাটসম্যানের আসা–যাওয়ার খেলা।

 

 

অবশ্য ১৬ রানে চতুর্থ উইকেটের পতনের পর কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। স্কোরবোর্ডে যখন ৩২ রান, মেন্ডিসকে প্রথম স্লিপে ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন জেরাল্ড কোয়েৎজি।ওই ৩২ রানেই শ্রীলঙ্কা হারায় ষষ্ঠ, সপ্তম, এমনকি অষ্টম উইকেটও। টেস্টের সর্বনিম্ন রান (২৬, নিউজিল্যান্ড) অবশ্য ততক্ষণে পেছনে। তবে ৩২ রানে ৮ উইকেট হারানোর পর পঞ্চাশের কমে অলআউট হওয়ার শঙ্কা জেগে ওঠে প্রবলভাবেই। লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্ডো ১০ রানের একটি জুটি গড়লেও ইয়ানসেন এসে ২ বলের মধ্যে তুলে নেন শেষ ২ উইকেটই। শ্রীলঙ্কা থামে ১৩.৫ ওভারে ৪২ রানে, টেস্ট ইতিহাসে এর চেয়ে কম রানের স্কোর আছে মাত্র পাঁচটি।

 

আর টেস্ট ইতিহাসে এর চেয়ে কম বলের ইনিংস আছে একটিই—১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ১২.৫ ওভার বা ৭৫ বলে ৩০ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা।এ যাত্রায় শ্রীলঙ্কাকে সেটি গছিয়ে দিতে না পারলেও দক্ষিণ আফ্রিকা ঠিকই তাদের বিপক্ষে সর্বনিম্ন রানে অলআউটের অস্বস্তিতে ফেলেছে এশিয়ান দেশটিকে। প্রোটিয়ারা এর আগে সর্বনিম্ন ৪৫ রানে অলআউট করতে পেরেছিল নিউজিল্যান্ডকে, ২০১৩ সালে কেপটাউন টেস্টে।শ্রীলঙ্কাকে ৪২ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ১৪৯ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৩২ রান নিয়ে মাঠ ছেড়েছে টেম্বা বাভুমার দল। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা এগিয়ে ২৮১ রানে।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ১৯১ ও ১৩২/৩ (মার্করাম ৪৭, বাভুমা ২৪*, স্টাবস ১৭*; জয়াসুরিয়া ২/৪৮)।

শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ৪২ (কামিন্ডু ১৩, কুমারা ১০*; ইয়ানসেন ৭/১৩, কোয়েৎজি ২/১৮)। –––দ্বিতীয় দিন শেষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শিশুদের হাসপাতালে ভর্তি করতে বাধ্য করা রোগের বিস্তার অব্যাহত

বৈদেশিক মুদ্রার এবার রিজার্ভ বাড়ল

ভারতীয় গণমাধ্যমে বাংলা দেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকদের এবার ফেরানো হবে : পররাষ্ট্র সচিব

জাপান বাংলাদেশে সংস্কারের সমর্থন অব্যাহত রাখবে: রাষ্ট্রদূত কিমিনোরি

এক টেবিলে এবার বাংলাদেশ ভারত-চীন

বাশার আল-আসাদের বাবার সমাধিতে আগুন

যদি ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয়, তবে তার বিচার চলতে থাকবে: টবি ক্যাডম্যান

যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে মতপার্থক্যের সমাধান করুক

বিদেশে এবার পাসপোর্টের জন্য হাহাকার

১০

রাজনীতিতে যোগ দিলেন এবার ডা. তাসনিম জারা

১১

হৃদয়ে আছে নিজের একটি মস্তিষ্ক: গবেষণা

১২

নটর ডেমের পুনরায় উদ্বোধনে প্রিন্স উইলিয়াম ও ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ

১৩

সিরিয়ার প্রধানমন্ত্রী বিদ্রোহী প্রশাসনকে ক্ষমতা হস্তান্তরে রাজি

১৪

অস্ট্রেলিয়া ১৬ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে

১৫

2020 সালের অস্ত্রধারী ডাকাতির জন্য পশ্চিমল্যান্ডের একজন পুরুষের শাস্তি

১৬

এক হচ্ছেন এবার তিন খান

১৭

তবে কবে এবার যুক্তরাজ্য যাচ্ছেন খালেদা জিয়া?

১৮

ভারতে ধর্ষণের অভিযোগে এবার সিলেটের ৪ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১৯

ইউরোপীয় দেশের ভিসা সেন্টার এবার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় আনার আহ্বান প্রধান উপদেষ্টার

২০