মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে রবিবার (নভেম্বর ২০)।
দেশটির দোহারে ৬০ হাজার দর্শক ধারণক্ষমতা বেষ্টিত আল-খোরের আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ‘গ্রুপ-এ’র দুই দল স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর।
ম্যাচটি শুরু হবে গ্রীনিচ মান সময় (জিএমটি) ১৬ টায়।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে মোট আটটি গ্রুপে ভাগ হয়ে ৩২ দল অংশগ্রহণ করছে। একেক গ্রুপে থাকছে ৪ দল। প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
যেখানে পয়েন্ট টেবিলের সেরা দুই দল নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট। সেই থেকে শুরু হবে নকআউট পর্ব।
এই পর্বে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, তৃতীয় স্থান ও শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
আটটি স্টেডিয়ামে ৬৪ ম্যাচের যুদ্ধ শেষে পর্দা নামবে রবিবার (১৮ ডিসেম্বর)।
কর্ম ব্যস্ততা অথবা বাইরে আড্ডার মাঝেও এবছর ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগ রয়েছে।
এজন্য আপনার ইন্টারনেট সংযোগ দেওয়া মুঠোফোনের প্লে-স্টোর থেকে জিও সিনেমা অ্যাপ ডাউনলোড করতে হবে। এটি ইনস্টল করলেই দেখা যাবে বিশ্বকাপ।
আরও পড়ুনঃ কাতারের যে ৮টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ
মন্তব্য করুন