মিশিগান টাইগারর্স ইয়ুথ স্পোর্টস ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২০ আগস্ট শনিবার বিকেলে ওয়ারেন সিটির কমিউনিটি মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়। নান্দনিক এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগান স্টেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, খেলোয়াড়দের অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ অনেকে। অনুষ্ঠানে ক্রিকেট, সকার, ব্যাডমিন্টন ও ভলিবল দলের ২০২১ সালের বাংলাদেশি-আমেরিকান খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে ছিল ট্রফি ও সনদপত্র। অনুষ্ঠানের প্রারম্ভে অতিথিদের উদ্দেশ্য বড় পর্দায় বাংলাদেশি খেলোয়াড়দের বিগত এক বছরের খেলার বিশেষ অংশ প্রদর্শন করা হয়। খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ হয়ে অতিথিবৃন্দ শিশু-কিশোর ও যুবকদেরকে খেলাধুলায় যুক্ত রাখার কাজটি করায় ক্লাব সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে মিশিগানে কর্মরত গণমাধ্যর্মীদেরও শুভেচ্ছা সনদ দেওয়া হয়।
আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ডিস্ট্রিক-১০ এর কনগ্রেশনাল প্রার্থী কার্ল মার্লিঙ্গা, স্টেট সিনেটর স্টেফানি চ্যাং, ওয়ারেন সিটির মেয়র জেমস ফাউটস, স্টেট রিপ্রেজেনটিভ লরি স্টোন, মানবাধিকার আইনজীবি হুয়ায়দা আরাফ, পলিটিক্যাল এডভাইজার ক্যাবিন হিট, কাউন্সিলম্যান রণ পাপান্ডিয়া, জনাথর ল্যাফারট্রি প্রমুখ।
মিশিগান টাইগারর্স ইয়ুথ স্পোর্টস ক্লাবের সভাপতি দেলোয়ার আনসার বলেন, ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে বেড়ে উঠতে সুস্থ বিনোদন ও খেলাধুলার বিকল্প নেই। এ জন্যই এই ক্লাব আমাদের কমিউনিটির শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলায় সম্পৃক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা আনন্দিত সকলের সহযোগিতা পেয়ে। বিশেষ করে আমেরিকার মূলধারার রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিগণ আমাদের অনুষ্ঠানে এসে শিশু-কিশোর ও যুবকদেরসহ আমাদের ক্লাবের কার্যক্রমের প্রশংসা করছেন যা আমাদেরকে খুবই অনুপ্রাণিত করছে।
মন্তব্য করুন