‘যে মানুষের উপকার করে, সেই সবচেয়ে ভালো মানুষ’ এমন মূলমন্ত্রই বলে দেয় তাঁদের কার্যক্রমের ব্যাপকতা।
স্বল্প দিনে বৃহৎ পরিসরে মিশিগানে সাড়া জাগিয়েছে ফেসবুক সোশ্যাল গ্রুপ ‘মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প / Michigan Bangladeshi Community Help (MBCH) । গ্রুপটির প্রথম কার্যক্রম শুরু করেন জাহিদুল ইসলাম মারুফ।
পরবর্তীতে দেলওয়ার আনসারের সাথে পরামর্শ করে গ্রুপটির পরিধি বৃদ্ধি করেন। ৬ জন এডমিন আজমল হোসেন, জাহিদুল ইসলাম মারুফ, মুহিব হাসান, মুন্নি রহমান, ওয়াহিদা মিয়া, দেলওয়ার আনসার এবং ৪ জন মডারেটর ফরিদ উদ্দিন শিপলু, আবুল কাসেম মোঃ ফাতেহ, রসি এ মীর, শোয়েব আহমেদের সমন্বয়ে চলা গ্রুপটির নির্বাচিত এডমিন প্রধান হিসেবে আছেন দেলওয়ার আনসার।
সাড়া জাগানো ফেসবুক সোশ্যাল এই গ্রুপের কার্যক্রম বিষয়ে জানতে চাইলে প্রধান এডমিন দেলওয়ার আনসার জানান, কমিউনিটির মানুষ হেল্প পাবে এবং সবার মধ্যে ঐক্য তৈরি হবে এমন চিন্তার ভিত্তিতে আমরা এই গ্রুপটি তৈরি করি। বর্তমানে করতে পারছেন। আমাদের প্রায় পাঁচ হাজারের মতো মেম্বার রয়েছেন।
ফেসবুকে তৈরি এই গ্রুপের মাধ্যমে কমিউনিটির লোকজন বেশ সাহায্য পাচ্ছেন। বিভিন্ন ধরনের সাহায্য ছাড়াও অনেকের
ব্যবসায়িক প্রচারের ক্ষেত্রে এই গ্রুপে দেওয়া পোস্ট বেশ কাজে লাগছে। পোস্ট এপ্রুভের শর্ত হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত কিংবা বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে বিভাজন বিষয়ক কোন পোস্ট গ্রহণ করা হয়না।
জব কিংবা ঘর-বাড়ি ভাড়া, ক্রয়-বিক্রয়, ইমিগ্রেশন বিষয়ক নানা রকমের তথ্য, নতুন-পুরাতন জিনিসপত্র ক্রয়-বিক্রয়, হেলথ ইন্স্যুরেন্স সংক্রান্ত হেল্প সহ বিভিন্ন বিষয়ে সাহায্যের ক্ষেত্রে এই সোশ্যাল গ্রুপ বেশ ভূমিকা রাখছে।
গ্রুপটি ফেসবুকে ২০২০ সালের ৮ ডিসেম্বর তৈরি করা হয়। বিভেদ-বিভাজন পরিহার করে বাঙালি কমিউনিটির ঐক্য ধরে রাখতে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিগণ। এই সোশ্যাল গ্রুপের অনেক উপকারভোগী সদস্যগণ জানান, এমন একটি গ্রুপ খুবই জরুরি ছিল, বিশেষ করে মিশিগান শহরে নতুন আসা লোকজনের জন্য। বিভিন্ন শহর কিংবা বাংলাদেশ হতে আসা নতুন লোকজন এই গ্রুপ ব্যবহারের মধ্য দিয়ে জটিল অনেক কাজ খুব সহজেই সম্পন্ন
সোশ্যাল এই গ্রুপ বর্তমানে যেমন কাজ করে চলেছে তেমনি ভবিষ্যতে এই গ্রুপটি কমিউনিটির উপকারে কাজ করে যেতে চায় এমনটাই জানালেন গ্রুপের এডমিন ও মডারেটরবৃন্দ।
মন্তব্য করুন