বাংলা সংবাদ
১৬ মে ২০২৩, ৬:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সমাজের কল্যাণে সদা ঝলমল রাজনীতিবিদ শাহিন আজমল

শাহিন আজমল জন্মগ্রহণ করেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর গ্রামে। পাথারিয়া পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্য, সুবিশাল পাহাড়ের পাদদেশ ঘেসে রয়েছে সবুজ মাঠ ও নদী। আবার পাশেই রয়েছে হাকালুকি হাওর, যেখানে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত থাকে।

১৯৭৮ সালে শাহিন আজমল সিলেট দক্ষিণভাগ এন.সি.এম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর ১৯৭৯ সালে তিনি এমসি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন।

রাজনীতি নিয়ে তিনি জীবনের শুরু থেকেই ভেবেছিলেন। সেজন্য শিক্ষা জীবন থেকেই তার রাজনীতিতে হাতেখড়ি হয়। এক সময়ের সিলেট জেলার ছাত্র অধিকার নির্বাচনে কাদের চুন্নু পরিষদ থেকে ছাত্রলীগের হয়ে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। তখন থেকেই তিনি ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে তিনি ১৯৮০-৮১ শিক্ষা বর্ষে সিলেট এমসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে উচ্চ শিক্ষা গ্রহন করেন। পরে চট্রগাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেন।

এমসি কলেজে থাকাকালীন সময়ে তিনি ১৯৮২ সালে জেনারেল এরশাদের সামরিক শাসনের পতনের কিছু আগের দিকে তৎকালীন সময়ের কেন্দ্রীয় ছাত্র নেতা জাহাঙ্গীর কবির নানক সিলেট এমসি কলেজে আসেন। পরে সিলেট এমসি কলেজের কমিটি গঠন করেন আজমলকে সাধারণ সম্পাদক এবং গোলাম রব্বানিকে সভাপতি করেন।

পরবর্তী সময়েও আজমল এমসি কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সে সময়ে শাহিন আজমলকে সিলেট জেলা থেকে বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় পরিষদের সদস্য অন্তর্ভুক্ত করা হয়। পরে তিনি সক্রিয়ভাবে কেন্দ্রীয় রাজনীতিতে জড়িয়ে পরেন।

১৯৯১ সালে আজমল যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এরপরে আবারও তিনি আওয়ামীলীগ রাজনীতির সাথে যুক্ত হন। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের যে কমিটিতে খালেদ হাসান সভাপতি এবং এম এ সালাম শামিম সাধারণ সম্পাদক সেই কমিটিতে আজমল দীর্ঘ ৯ বছর কার্যনির্বাহী সদস্য ছিলেন।

২০১১ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আওয়ামীলীগের ৭৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।

সেই কমিটিতে নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন আজমল। বর্তমানেও তিনি নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সব সময় মানুষের পাশে দাড়ানোর জন্য বুক ভরা আশা আর চোখে স্বপ্ন নিয়ে রাজনীতিতে পা রাখেন আজমল। নিজের এলাকাকে স্বপ্নের মতো গড়বেন এটাই তার ইচ্ছা। মানুষের দুঃখ দুর্দশা লাগব করে একটি সুন্দর এলাকা উপহার দিতে চান আজমল। আর সেই স্বপ্নকে লালন করছিলেন শৈশব থেকেই।

মানুষের জন্য নিজের সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে চান নির্বাচনের মাধ্যমে। আগামী নির্বাচনে জয়ী হয়ে এলাকার মানুষের জন্য কাজ করবেন বলে জানান তিনি।

আজমল বলেন মানুষের জন্য কাজ করার প্রয়াস তার অনেক আগে থেকেই। তিনি মানুষের জন্য শৈশব থেকেই কাজ করে যাচ্ছেন। একজন জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হলে তার এলাকার জন্য কাজ করার অনেক সুযোগ থাকে। আর তিনি মনে করেন কেউ যদি মন থেকে এলাকার উন্নয়ন চান, তাহলে তিনি এলাকার অনেক উন্নয়ন করতে পারবেন।

তিনি বলেন, আমাদের নির্বাচনী এলাকা মৌলভীবাজার-১, বড়লেখা-জুড়ী। এ অঞ্চলটি আসলে প্রবাসী এলাকা। এই এলাকার অনেক মানুষ প্রবাসে থাকে। আর সেই প্রবাসীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে একটি দক্ষ মানব সম্পদে তৈরি করতে কাজ করবেন তিনি। কেননা এ খাত থেকে বাংলাদেশে প্রচুর অর্থ আসে। এতে করে দেশ এবং এলাকার অর্থনীতির উন্নতি হবে।

তিনি আরও বলেন একটি দেশ তথা এলাকা উন্নত করতে হলে প্রথমে নজর দিতে হবে তৃণমূলে। আসলে তৃণমূল থেকেই কাজ করতে হবে আমাদের, তাহলেই দেশ তথা এলাকা উন্নত হবে। এই এলাকায় কারিগরি কলেজ থাকলে আমাদের ছেলে-মেয়েরা অনেক দক্ষ হয়ে উঠবে। কেননা এই এলাকা প্রবাসী এলাকা । প্রবাসীরা দক্ষ হলে প্রবাসে অর্থ উপার্জনে বিশেষ ভূমিকা রাখবে।

আর তিনি নির্বাচিত হলে তার এলাকায় কারিগরিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলবেন। বিশেষ করে তিনি কারিগরি শিক্ষার প্রতি বেশি জোর দিবেন। তিনি আরো বলেন, আমাদের এলাকার মানুষ খেলাধুলা প্রিয় মানুষ। আমাদের এলাকার মানুষ বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন। এই খেলা প্রিয় মানুষের খেলাধুলাতে আমাদের একটা ঐহিত্য রয়েছে। খেলাধুলাতে আমাদের একটা ঐতিহ্য রয়েছে। আর আজমল নির্বাচিত হলে আগের সেই খেলার ঐতিহ্য ফিরে আনতে চেষ্টা করবেন।

তৃণমূল থেকে রাজনীতি করে আসা আজমল মনে করেন, ৪৩ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতির সংঙ্গে নিজের সর্বস্ব দিয়ে আছেন। আওয়ামীলীগের বিভিন্ন অসময়ে তিনি দলের পাশেই ছিলেন। এমনকি বর্তমানেও তিনি দলের বিরুদ্ধে বিভিন্ন অপশক্তিকে রুখতে দেশে বিদেশে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

এছাড়াও আজমলকে বর্তমান প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। এমনকি দলের প্রতি আজমলের যে একনিষ্ঠতা এ থেকে আজমল শতভাগ আশাবাদি জননেত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকেই মনোনীত করবেন। এর সঠিক মূল্যায়ন তিনিই পাবেন বলে মনে করেন আজমল।

৪৩ বছর ধরে রাজনীতিতে যুক্ত থাকা এই প্রবীন রাজনীতিবীদ অনেক দিন ধরে রাজনীতির বিভিন্ন ঘাত- প্রতিঘাত পেরিয়ে এসেছেন। তাই অভিজ্ঞতারও কমতি নেই। তিনি তার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারবেন। আর তিনি নির্বাচিত হলে তার এলাকার প্রবাসীদের নিয়ে কাজ করবেন। মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে হামলায় পিছু হটে আলোচনার প্রস্তাব ট্রাম্পের

চীনের করা পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ার বাজারে ধস

নাসা মানব অনুসন্ধান রোভার চ্যালেঞ্জে বাংলাদেশের দলের অংশগ্রহণ ও উদ্ভাবনী চিন্তার আলোচনা

ট্রাম্পের করা শুল্ক বাংলাদেশ ও শ্রীলঙ্কার পোশাক ব্যবসায়ীদের ওপর বড় ধাক্কা

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে এবার পাল্টা হুমকি চীনের

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের তালিকায় রাশিয়া ও উত্তর কোরিয়ার নাম নেই কেন

স্বল্প আয়কারী বাড়ির মালিকদের আর্থিক সহায়তা

মিশিগান সীমান্তে মাদক আটক

মার্কিন সিনেটে এবার টানা ২৫ ঘণ্টা বক্তব্যের রেকর্ড

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব মানছে না রাশিয়া

১০

ট্রাম্প-নীতির তীব্র নিন্দা জানিয়ে এবার যা বললেন হিলারি

১১

ইউএসএআইডি বন্ধ করতে এবার ট্রাম্প প্রশাসনের আনুষ্ঠানিক পরিকল্পনা ঘোষণা

১২

যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে কানাডা প্রধানমন্ত্রী

১৩

চাকরি হারাচ্ছেন মার্কিন স্বাস্থ্য বিভাগের ১০ হাজার কর্মী

১৪

ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

১৫

ভারতে ভিসা জালিয়াতির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ মার্কিন দূতাবাসের

১৬

গাড়ি আমদানিতে এবার ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

১৭

লিথুয়ানিয়ায় রহস্যজনক ভাবে নিখোঁজ ৪ মার্কিন সেনা

১৮

প্রেসিডেন্টের আদালতের আদেশ মেনে চলা উচিত বলে মনে করেন ৮২ শতাংশ মার্কিনীরা

১৯

হিমশীতল হ্রদে বিধ্বস্ত বিমানের ডানা থেকে পাইলট ও শিশুদের উদ্ধার

২০