চুক্তির সব শর্ত হামাস মেনে না নেয়া পর্যন্ত ইসরাইলের মন্ত্রিপরিষদ বৈঠক করবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির মুখপাত্র ডেভিড মেনসার। উল্লেখ্য, হামাস ও ইসরাইলের মধ্যে যে চুক্তি হয়েছে শেষ মুহূর্তে, তা ইসরাইলের মন্ত্রিপরিষদের অনুমোদন প্রয়োজন। কিন্তু যুদ্ধবিরতি চুক্তির আপডেট এবং জিম্মি মুক্তির বিষয়ে তথ্য জানিয়েছেন ডেভিড মেনসার।
তিনি বলেছেন, হামাস এখনও চুক্তি ভঙ্গের লাইনে আছে। এরই মধ্যে এই চুক্তিতে সম্মত হয়েছে উভয়পক্ষ। এর সব ধারা যদি হামাস মেনে না নেয়, ইসরাইলের মধ্যস্থতাকারীরা জানিয়েছেন মন্ত্রিপরিষদের বৈঠক বসবে না।
মন্তব্য করুন