বাংলা সংবাদ ডেস্ক
২১ নভেম্বর ২০২৪, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে ২০২৬

প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

 

গত মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর তিন দিন পর ৮ আগস্ট অন্তর্র্বতী সরকার গঠিত হয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সংস্কার কাজে হাত দিয়েছে। বিএনপিসহ বেশ কিছু দল যতটুকু সম্ভব সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

 

মাঝে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা ও বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছিলেন প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া হবে। আর নির্বাচন কবে হবে তা নির্ভর করছে সংস্কারের গতির ওপর।ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত সম্মেলনেও নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেনও নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের কথা বলেন। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন হতে পারে।

 

‘ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপস অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের সভাপতিত্ব করেন হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেক্সান্ডার চার্লস কার্লাইল কিউসি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘ভয়েস ফর বাংলাদেশের’ প্রতিষ্ঠাতা ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম সাখাওয়াত হোসেন।অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ নানা শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সম্মেলনে আলোচকরা ৫ আগস্টের আগে ও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। এ সময় গত ১৫ বছর ফ্যাসিস্টবিরোধী অবস্থানে পাশে থাকায় যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার নিয়ে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুক।সম্মেলনে লর্ড হোসাইন বলেন, ‘বাংলাদেশের অন্তর্র্বতী সরকার সব সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে।’সম্মেলেনে বাংলাদেশের পোশাক রফতানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার দলীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক।

 

সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের আহ্বান জানান মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফায়েজ। এ ছাড়া সম্মেলেনে আলোচক হিসেবে অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক আইনজীবী মাইকেল পোলাক, আইনজীবী নাজির আহমেদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন সাকিব

আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবে আহতরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে ২০২৬

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্রেপ্তারি পরোয়ানা

সোমবার ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি

হবিগঞ্জে ভাতিজাদের হাতে চাচা খুন

আগের সরকারের সময়ে যেমন ছিল, এ সরকারের আমলেও সেটাই রয়েছে-ম্যাথু মিলার

মিশিগান রিপাবলিকান পার্টির চেয়ারম্যান পিট কানাডায় রাষ্ট্রদূত মনোনীত

মিশিগানের ওরিয়ন টাউনশিপে বিস্ফোরণ

মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইজতেমা ২০২৪

১০

মিশিগানে মাদক ও অ্যালকোহল আসক্তদের চিকিৎসা সেবা প্রসারিত

১১

যুক্তরাজ্য ফিরেছেন হুমায়ুন কবির

১২

প্রকৃতির পালাবদল জানান দিচ্ছে, এসে পড়েছে শীত

১৩

মিশিগানে হরিণ শিকার করে নিয়ে যাওয়ার সময় হার্ট অ্যাটাকে মৃত্যু-২

১৪

বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

১৫

মস্কো–ওয়াশিংটনের হটলাইন এখন আর চালু নেই

১৬

সাকিবের নাম নেই ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে

১৭

২৯ বছরের সংসার বিচ্ছেদ

১৮

বিমান হামলার হুমকি,মার্কিন দূতাবাস বন্ধ

১৯

ট্রাম্পের প্রথম মেয়াদে ক্ষুদ্র ব্যবসায় প্রশাসনের প্রশাসক বর্তমানে শিক্ষা সচিব

২০