এক গবেষণায় দেখা গেছে যে, প্রযুক্তিটি নিরাপদ এবং রোগ নির্ণয়ের গতি বাড়িয়ে তুলতে পারে। একইসঙ্গে এআই-এর ব্যবহার চিকিৎসকদের উপর চাপ ও ফলো-আপ অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন কমাবে।তবে এই সুবিধায় এআই একা কাজ করবে না, সঙ্গে প্রতিটি এক্স-রে চিত্র পেশাদার স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ দিয়েও পর্যালোচনা করা হবে।
নিস বলছে, ৩-১০ শতাংশ ক্ষেত্রে ভাঙা হাড় খুঁজে বের করা সম্ভব হয় না। এটি জরুরি বিভাগের সবচেয়ে সাধারণ ডায়াগনস্টিক ত্রুটি।ইংল্যান্ডের এনএইচএসে প্রশিক্ষিত বিশেষজ্ঞরা প্রতিদিন কয়েক হাজার এক্স-রে চিত্র সম্পাদন ও বিশ্লেষণ করেন, এতে তাদের বেশ চাপের মধ্যে থাকতে হয়।বর্তমানে এনএইচএস-এ রেডিওলজিস্টদের জন্য ১২.৫ শতাংশ পদ ও রেডিওগ্রাফারদের জন্য ১৫ শতাংশ পদ ফাঁকা আছে।নিসের মতে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী এর সমাধান হচ্ছে, চিকিৎসকদের পাশাপাশি কাজ করার জন্য এআইয়ের শক্তি ব্যবহার করা।
নিসের হেলথ টেকনোলজি ডিরেক্টর মার্ক চ্যাপম্যান বলেছেন, এটি তাদের কাজকে আরও সহজ করে তুলবে।তিনি বলেন, ‘এই এআই প্রযুক্তিগুলো ব্যবহার করা নিরাপদ এবং বিশেষজ্ঞরা যে চাপ এবং চাহিদা মাথায় রেখে কাজ করে সে বিবেচনায় এআই আরও নির্ভুলভাবে ফ্র্যাকচার সনাক্ত করতে পারে।’আধুনিক স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সম্ভাবনা বিশাল।
মন্তব্য করুন