দক্ষিণ লেবাবন থেকে কাছের ডিয়ারবোর্ন হেইটস শহরের মেয়র বিল বাজ্জিও ট্রাম্পকে সমর্থন করেছেন। তিনি আল-জাজিরাকে বলেন, মিশিগানের তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী লড়াইয়ের’ অন্যতম হোতা সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মেয়ে লিজ চেনির সঙ্গে কমলাকে নির্বাচনী প্রচার চালাতে দেখার পর থেকে তিনি ট্রাম্পের পক্ষে পূর্ণ শক্তি নিয়ে নামার সিদ্ধান্ত নেন।বাজ্জি বলেন, ট্রাম্প শান্তি চান। তিনি যুদ্ধ চান না। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, তাঁর বার্তা সঠিক। কারণ, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, কোনো যুদ্ধের কথা শোনা যায়নি। তিনি ইরাক ও আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে আনতে চেয়েছিলেন।
তবে আরব বংশোদ্ভূত সংখ্যাগরিষ্ঠ ডিয়ারবোর্ন শহরের মেয়র আবদুল্লাহ হামুদ সাবেক মার্কিন প্রেসিডেন্টকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।হামুদ সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার লিখেছেন, মুসলিমদের নিষিদ্ধ ঘোষণা করার মূল কারিগরের ডিয়ারবোর্নে প্রচার বন্ধ করা উচিত।হামুদ লিখেছেন, ‘ট্রাম্প্র যে কী, আরব কমিউনিটির মানুষ সেটা জানে। তাঁর কারণে আমাদের কয়েক বছর ভোগান্তি পোহাতে হয়েছে। নানাজনের কাছ থেকে অনুরোধ আসার পরও আমি তাঁর পাশে বসতে অস্বীকৃতি জানিয়েছি।’এই মেয়র ইসরায়েলি নৃশংসতায় ডেমোক্র্যাটদের সমর্থনকে দায়ী করে বলেন, ‘তাদের কারণে আমাদের কমিউনিটিতে ট্রাম্প ঢুকতে পেরেছেন।’
মন্তব্য করুন