লিডিং ইউনিভার্সিটি, আইন বিভাগের “আইন-৪৬” তম ব্যাচের উদ্যোগে আগামী ৮ অক্টোবর প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে “যুক্তির মিছিলে, মুক্তির গান” শীর্ষক শিরোনামে “অদূরস্পর্শী” ম্যাগাজিন। ম্যাগাজিনে স্থান পেয়েছে, আইন বিভাগের বিভিন্ন শিক্ষার্থী এবং শিক্ষকদের বিশ্লেষণধর্মী লেখা। প্রবন্ধ, কবিতা, ফটোগ্রাফি, স্কেচ সহ নানাবিধ বিষয়কে কেন্দ্র করে সাজানো হয়েছে “অদূরস্পর্শী” ম্যাগাজিন।
ম্যাগাজিন সম্পাদকের দায়িত্বে আছেন আইন-৪৬ তম ব্যাচের শিক্ষার্থী হারিস রহমান অন্তর। তিনি জানান, এই ম্যাগাজিন প্রকাশের অন্যতম লক্ষ্য হচ্ছে আইন বিভাগের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের ব্যবস্থা এবং শিক্ষকদের বিভিন্ন আইন বিষয়ক লেখার দ্বারা সমাজে আইনি সচেতনতা বৃদ্ধি করা। অদূরস্পর্শী ম্যাগাজিনের সহকারী সম্পাদক হিসেবে যুক্ত আছেন আইন-৪৬ তম ব্যাচের শিক্ষার্থী সামিয়া রহমান মিতু, জান্নাতুল ফেরদৌস রাকিবা, আইন-৪৪ তম ব্যাচের শিক্ষার্থী নওশিন তাসনুভা অর্পা এবং আইন-৪৫ তম ব্যাচের শিক্ষার্থী সন্দীপ ভট্টাচার্য্য। ম্যাগাজিনের সম্পাদনা পরিষদের উপদেষ্টা হিসেবে আছেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ও সহকারী উপদেষ্টা হিসেবে আছেন আইন বিভাগের প্রভাষক আশরাফ উদ্দিন।
মন্তব্য করুন