নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২ জুলাই ২০২৪, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাসকিন আহমেদের ঘুমকাণ্ড: এবার মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

বিশ্বকাপে টাইগারদের ব্যর্থ মিশিন নিয়ে সমালোচনার মাত্রা কমলেও শীর্ষে অবস্থান করছে সহ-অধিনায়ক তাসকিন আহমেদের ঘুমকাণ্ড। সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুম থেকে দেরি করে উঠে তাসকিন ম্যাচটি খেলতে পারেননি বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ম্যাচের দিন দেরি করে ঘুম থেকে ওঠেন তাসকিন। এ জন্য টিম বাসও মিস করেন টাইগার এই পেসার। তাই তাকে ছাড়াই ভারতের বিপক্ষে একাদশ সাজাতে বাধ্য হয়েছিল টাইগার টিম ম্যানেজমেন্ট।

মঙ্গলবার (২ জুলাই) তাসকিনের এমন কাণ্ড নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘ভারত ম্যাচের আগেরদিন ঘুমের জন্য তাসকিনের বাস মিসের একটা ঘটনা আমিও শুনেছি। আমি আরও আগেই শুনেছি। আমি যখন ভারতের বিপক্ষে একাদশে তাকে দেখলাম না, তখন আমি বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকে ফোন করি। এরপর সে জানাল, তাসকিন টিম বাস মিস করেছে। তবে সে কেন আসেনি কিংবা ঘুমের কারণ কি না সেটা রিপোর্ট এলে জানা যাবে। চাইলে আমি নিজেই তাকে সরাসরি প্রশ্ন করতে পারতাম। কিন্তু আমি করিনি, কারণ আমি রিপোর্টের অপেক্ষায়।’

তিনি বলেন, ‘পাশাপাশি আপনাদেরও বুঝতে হবে আমি আগের মতো টিমের সঙ্গে যুক্ত নেই। আগে আমি সিরিজেও দলের সাথে থাকতাম। টিম হোটেলে থাকতাম। একসাথে ওদের নিয়ে নাস্তা করতাম। কিছু বাদ থাকত না। তখন সব জানতাম। এখন তো আমি নেই সরাসরি যুক্ত। তাই আমাকে রিপোর্ট পাওয়ার জন্যই অপেক্ষা করতে হবে।’

এর আগে তাসকিনের বিষয়ে কথা বলেছেন সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমি জানি না এটা (দলের খবর বাইরে আসা) কী কারণে হয়েছে, কোনো ব্যাখ্যা দিতে গিয়ে হয়েছে কি না। জানি না যে কি কারণে তাসকিন খেলেনি। কারণ, সে তো টিমের ভাইস ক্যাপ্টেন, বলতে গেলে দলের অটোম্যাটিক চয়েস। যখন সে না খেলবে, তখন স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসবে। ব্যাখ্যা তো দিতে হবে। এখন সে কারণে বলেছে কি না, যেই-ই বলেছে তা তো বলতে পারব না।’

এদিকে বিষয়টি নিয়ে বিসিবির শীর্ষ একজন কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘এটা সত্য যে তিনি (তাসকিন) টিম বাস মিস করে পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। কিন্তু কেন তিনি খেললেন না, তা শুধু কোচই বলতে পারবেন। তাসকিন ভারতের বিপক্ষে পরিকল্পনায় ছিলেন কি না, সেটার উত্তর একমাত্র প্রধান কোচই দিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘যদি (কোচ ও খেলোয়াড়ের মধ্যে) কোনো সমস্যা থাকতো, তাহলে কিভাবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেললেন। তাসকিন ঠিক সময়ে ঘুম থেকে উঠতে না পারার জন্য সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন। এটা নিয়ে কোনো সমস্যা তৈরির দরকার নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিনদের বার্তা: নেতৃত্বে বদল আনুন ডেমোক্র্যাটরা

টানা ৩১ ঘণ্টা ড্রাম বাজিয়ে বিশ্বরেকর্ড গড়লেন তরুণ

সাপ’ মন্তব্যে বিতর্কে ইলন মাস্ক, টার্গেটে হোয়াইট হাউস কর্মকর্তা

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এমবাপে

যেভাবে গুগলে চাকরি পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রিচিতা

‘ইরানে হামলার আগে কূটনীতির জন্য দুই সপ্তাহ সময় দেবেন ট্রাম্প’

ইরানের বিরুদ্ধে ট্রাম্পকে না জড়ানোর আহ্বান স্টারমারের

আবারও ট্রাম্পের রহস্যজনক বার্তা

তেহরান থেকে নিরাপদে সরানো হয়েছে ১০০ বাংলাদেশিকে

ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১০

ভিসাপ্রত্যাশী শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা যুক্তরাষ্ট্রের

১১

সামাজিক মাধ্যমে কি উদাসীন বিসিবি?

১২

ফেসবুকে থাকছে না কোনো ‘ভিডিও’

১৩

জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

১৪

নেতানিয়াহুকে তুলোধুনো করলেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স

১৫

জাতির উদ্দেশে ভাষণে নেতানিয়াহু : আমরা বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন

১৬

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

১৭

এবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর হুমকি দিল ইরান

১৮

সিপিএলে খেলতে মুখিয়ে আছেন সাকিব

১৯

ইরানে হামলায় যোগ দেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

২০