ফুটবল বিশ্বমঞ্চে আর্জেন্টিনা আর বাংলাদেশি সমর্থক যেন একে অপরের সম্পূরক। তবে মরুর বুকে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পর আর্জেন্টাইনদের হৃদয়ে বাংলাদেশ ভিন্ন মাত্রা যোগ করেছে।
আকাশি-নীল শিবিরের অনেক আবেগ-ভালোবাসা আর উদযাপনে জড়িত রয়েছে লাল-সবুজের নাম। আর তাই পবিত্র ঈদুল আজহায় বাংলাদেশি সমর্থকদের শুভেচ্ছা জানাতেও সময় নেয়নি আর্জেন্টিনা।
গুরুত্ব দিয়েই বাংলাদেশি বন্ধু-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা জাতীয় দল। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিদের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এই শুভেচ্ছা জানানো হয়।
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, রদ্রিগো দি পল ও আনহেল দি মারিয়ার ছবি সংবলিত একটি কার্ড শেয়ার করে এই শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় জানানো হয়, বাংলাদেশের সব প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত।
খেলাধুলা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্য করুন