জিনিসপত্রের দাম কমিয়ে ন্যায্য মূল্যে সেবা প্রদান এবং পণ্য বিক্রির জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (৭ আগস্ট) সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়নের পাঠানো এক ক্ষুদে বার্তায় এই আহ্বান জানানো হয়।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, জিনিসপত্রের দাম কমিয়ে ন্যায্য মূল্যে সেবা দিন। দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে সবার পাশে দাঁড়ান। বিজয়ের দ্বারপ্রান্তে আমরা, দেশবাসীকে সহযোগিতা করুন, নাশকতাকারী এবং সন্ত্রাসীদের রুখে দিন। প্রত্যেক এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নেমে পড়ুন। আমরাই এই দেশের ভবিষ্যৎ। বিজয়ী আমরা হবই।
মন্তব্য করুন