হোয়াইট হাউজ ঘোষণা করেছে, বাইডেন প্রশাসন কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্য তৈরি করে এমন সাতটি সংস্থার সাথে একটি স্বতপ্রণোদিত ভিত্তিক চুক্তিতে পৌঁছেছে।
এই চুক্তির লক্ষ্য হলো প্রযুক্তিটির নিরাপদে বিকাশ নিশ্চিত করার জন্য একটি নির্দেশিকা তৈরি করা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সংবাদদাতাদের বলেন, “এই অঙ্গীকারগুলো বাস্তব; এগুলো সুসংহত। আমেরিকার নাগরিকদের কাছে এই শিল্পের কিছু মৌলিক বাধ্যবাধকতা রয়েছে। যার মধ্যে রয়েছে, নিরাপদ, সুরক্ষিত এবং বিশ্বাসযোগ্য প্রযুক্তি বিকাশ করা; যার মাধ্যমে সমাজ উপকৃত হবে এবং আমাদের মূল্যবোধ ও অভিন্ন মূল্যবোধকে সমুন্নত রাখবে। অঙ্গীকারগুলো সে প্রচেষ্টাকে সাহায্য করবে।”
হোয়াইট হাউজে যেসব প্রতিষ্ঠান প্রতিনিধি পাঠিয়েছে, সেগুলো হলো; অ্যামাজন, অ্যানথ্রোপিক, গুগল, ইনফ্লেকশন, মেটা, মাইক্রোসফট ও ওপেনএআই।
সংস্থাগুলো যে পদ্ধতির উন্নয়ন ঘটাচ্ছে, তা লার্জার ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) নামে পরিচিত। এটা ইন্টারনেট থেকে নেয়া প্রচুর পরিমাণের তথ্য ব্যবহার করতে সক্ষম ভবিষ্যত নির্দেশক বিশ্লেষণ করতে সক্ষম এবং কথোপকথনের মাধ্যমে প্রশ্নের জবাব দিতে পারে।
জনপ্রিয় চ্যাটজিপিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওপেনএআই এক বিবৃতিতে বলেছে, “হোয়াইট হাউজের সমন্বয়ে নেয়া এই প্রক্রিয়া, যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে অর্থবহ ও কার্যকর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালনার অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।“
যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্য করুন