বাংলাদেশে ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফর শেষে স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে কোলকাতার উদ্দেশ্যে রওনা দেন এমিলিয়ানো মার্টিনেজ।
তিনি বাংলাদেশে এসেছেন কিন্তু সেটি নিয়ে ছিল না বাফুফের কোনো কার্যক্রম। তবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কোনো ভ্রুক্ষেপ না থাকলেও বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বিমানবন্দরেই অপেক্ষা করছিলেন এমিকে এক নজর দেখার জন্য।
কিন্তু সেটি আর হয়নি। কিছু সময় অপেক্ষা করে হতাশ হয়ে জামালকে বের হয়ে যেতে হয় বিমানবন্দর থেকে।
দেশে ফিরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে দলের বাকিরা নিজ নিজ গন্তব্যে চলে যেতে থাকলেও বিমানবন্দরেই রয়ে যান জাতীয় দলের অধিনায়ক।
টিম অ্যাটেনডেন্ট মো. মহসীনকে নিয়ে মার্টিনেজকে দেখতে বর্হিগমনের দিকে যান। মার্টিনেজকে দূর থেকে দেখলেও বাংলাদেশের অধিনায়ক ফ্রেমবন্দি কিংবা পরিচয় হওয়ার সুযোগ পাননি।
কেননা মার্টিনেজ গাড়ি থেকে নামার পরই তাকে নিয়ে ভেতরে চলে যান সংশ্লিষ্টরা। যে কারণে আর দেখা করার সুযোগ পাননি জামাল।
খেলাধুলা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্য করুন