চন্দ্র যাত্রায় ইতিহাস সৃষ্টি করতে জাপানের একটি মহাকাশ কোম্পানির চালানো প্রচেষ্টা দৃশ্যত ব্যর্থ হয়েছে। কোম্পানির অবতরণ যান তাদের বর্ণনা করা “হার্ড ল্যান্ডিং” বা কঠিন অবতরণ করে এবং এর সাথে যোগাযোগ হারিয়ে যায়।
আইস্পেসের তৈরি যানটি ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের কোম্পানি স্পেস এক্স’এর একটি রকেটে যাত্রা শুরু করেছিল।
এনএইচকে ওয়ার্ল্ড বাংলা এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, এপ্রিল মাসের ১৩ তারিখে যানটি চন্দ্র পৃষ্ঠের প্রায় ১০০ কিলোমিটার উপরের কক্ষপথে প্রবেশ করে। বুধবার যানটির চাঁদের উত্তর গোলার্ধের একটি খাদের কাছে অবতরণ করার কথা ছিল।
কোম্পানি বলছে অবতরণের সময়সূচী থেকে যানটির সাথে যোগাযোগ স্থাপন করতে তারা সক্ষম হয় নি।
প্রকৌশলীরা বলছেন যানটি সম্ভবত চাঁদের উপরিভাগ থেকে এর উচ্চতা সঠিকভাবে হিসাব করে নিতে ব্যর্থ হয়েছে। তারা ধারণা করছেন এর অবশিষ্ট জ্বালানি শেষ হয়ে যায় এবং সেটা সম্ভবত চন্দ্র পৃষ্ঠে বিধ্বস্ত হয়। তারা বলছেন উচ্চতার সমন্বয় করে যাওয়া অবস্থায় অবতরণের সুনির্দিষ্ট স্থানের কাছাকাছি যানটির চলে আসা এবং রেট্রো রকেট ব্যবহার করে গতি হ্রাস করে যাওয়ার আগে পর্যন্ত এর অবতরণ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছিল।
টোকিও-ভিত্তিক উদ্যোক্তা কোম্পানি বুধবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আই-স্পেসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হাকামাদা তাকেশি বলেছেন “চন্দ্র পৃষ্ঠে অবতরণের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত অবতরণ যানের সাথে যোগাযোগ আমরা বজায় রেখেছি। আমি মনে করি এটা হচ্ছে যথেষ্ট বড় এক অর্জন।”
চন্দ্র অভিযান নিয়ে আরও পড়ুনঃ
চাঁদে আবারও পানির সন্ধান মিলেছে
চাঁদে পা রাখা দ্বিতীয় মানব বাজ অলড্রিন ৯৩তম জন্মদিনে বিয়ে করলেন
নাসার চন্দ্র মিশনে প্রথম নারী নভোচারী মিশিগানের ক্রিস্টিনা কোচ
মন্তব্য করুন