মিশিগান স্টেট ইউনিভার্সিটি (এমএসইউ) ক্যাম্পাসে গোলাগুলিতে আহত আরও দুই জন সুস্থ হওয়ায় তাদেরকে হাসপাতাল থেকে বাড়িতে পাঠানো হয়েছে।
ইউনিভার্সিটির পুলিশ বিভাগ জানায়, গত ফেব্রুয়ারিতে ক্যাম্পাসে গুলিতে আহত মিশিগান রাজ্যের দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনো আহত দুই জন হাসপাতালে ভর্তি রয়েছে।
সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এমএসইউ পুলিশ এবং জননিরাপত্তা বিভাগ জানায়, হাসপাতালে ভর্তি দুইজনের মধ্যে একজন শিক্ষার্থী গুরুতর অবস্থা রয়েছে এবং আর একজনের অবস্থা মোটামুটি ভালো। আহত অন্য এক ছাত্রকে গত সপ্তাহে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মিশিগান স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে গোলাগুলিতে তিন জন নিহত এবং পাঁচজন আহত হয়। তাদের নাম এরিয়েল অ্যান্ডারসন, ব্রায়ান ফ্রেজার এবং আলেকজান্দ্রিয়া ভার্নার। তারা উভয়েই ইউনিভার্সিটির শিক্ষার্থী। তখন এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ ডেট্রয়েটে গোলাগুলি: নিহত ২, আহত ২
মন্তব্য করুন