মিশিগান স্টেট ইউনিভার্সিটির গোলাগুলিতে নিহত ৩ জনের পরিচয় মিলেছে

মিশিগান স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে গোলাগুলিতে নিহত তিন জন শিক্ষার্থীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে মিশিগান স্টেট ইউনিভার্সিটি পুলিশ জানায়, নিহত তিন জনের নাম এরিয়েল অ্যান্ডারসন, ব্রায়ান ফ্রেজার এবং আলেকজান্দ্রিয়া ভার্নার। তারা উভয়েই ইউনিভার্সিটির শিক্ষার্থী।

এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সকলেই এখনও পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। খবর ডেট্রয়েট ফ্রি প্রেস এর।

উনিশ বছর বয়সী এরিয়েল অ্যান্ডারসন মিশিগান স্টেট ইউনিভার্সিটির একজন মেধাবী শিক্ষার্থী ছিল। ভবিষ্যতে ডাক্তার হওয়ার জন্য স্বপ্ন দেখত বলে তার নানি জানিয়েছে।

এদিকে বিশ বছর বয়সী আলেকজান্দ্রিয়া ভার্নার একজন জুনিয়র শিক্ষার্থী ছিল। ভার্নার ২০২০ সালে ক্লসন হাই স্কুল থেকে স্নাতক পাস করে মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে ফরেনসিক বিভাগে পড়াশোনা করতো। ক্লসন স্কুলে পড়াশোনার সময় সে যুব বাস্কেটবল টিমের খেলোয়াড় ছিল।

অন্যদিকে, ব্রায়ান ফ্রেজার গ্রোস পয়েন্টে সাউথ হাই স্কুল থেকে স্নাতক শেষ করার পর মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়। তাছাড়া, ফ্রেজার মিশিগান অঙ্গরাজ্যের ফি ডেল্টা থিটা চ্যাপ্টারের সভাপতিও ছিলেন।

আরও পড়ুনঃ মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে গোলাগুলি : নিহত ৩, আহত ৫