কানাডার টরেন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রিয় গায়ক কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার দে এর শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
বর্তমানে তিনি টরোন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। তার শারীরিক অবস্থা জানাতে ডাক্তাররা আরও ৬/১৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবে।
লন্ডনে বসবাসরত বাংলাদেশি গায়ক প্রীতম আহমেদ বিষয়টি উল্লেখ করেসামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এই মুহুর্তে হাসপাতালে অবস্থানরত নিবিড়ের চাচা অভিজিত দে’র সঙ্গে আমার কথা হয়েছে। অযথা না জেনে কেউ বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করবেন না। বাচ্চাটার জন্য দোয়া করেন।
উল্লেখ্য, নিবিড় কুমার দে স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে অন্টারিও প্রদেশের দুন্দাস স্ট্রিটের পশ্চিম হাইওয়েতে দুর্ঘটনায় কবলিত হয়। এ ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয় এবং নিবিড়কে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ছেলের দুর্ঘটনার খবর শুনে গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টায় কানাডার উদ্দেশ্যে রওনা দেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাইমা সুলতানা।
আরও পড়ুনঃ টরেন্টোয় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
মন্তব্য করুন