বাংলাদেশের নির্বাচন কমিশন মোঃ সাহাবুদ্দিন চুপ্পুকে দেশের ২২তম রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে।
নির্বাচন কমিশন সচিবালয় এ গেজেট প্রকাশ করেছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে দুপুরে এক সংবাদ সম্মেলনে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এর আগে সিইসি বলেন, রাষ্ট্রপতি পদে মাত্র একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি এবং মোঃ সাহাবুদ্দিনের মনোনয়নপত্র বৈধ হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন আইনের ৭ ধারা অনুযায়ী তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
মোঃ সাহাবুদ্দিন ১৯৪৯ সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন।
ছাত্রজীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সাহাবুদ্দিন ১৯৮২ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) জুডিশিয়াল ক্যাডারে যোগদান করেন। তিনি ২৫ বছর বিচারক হিসেবে দায়িত্ব পালনের পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর গ্রহণ করেন।
২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদে আ.লীগের প্রার্থী দুদকের সাবেক কমিশনার
মন্তব্য করুন