সোমবার ভোরে (৬ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কমপক্ষে ১,৫০৪ জন নিহত হয়েছে এবং আরও হাজার হাজার আহত হয়েছে।
সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সিরিয়ায় অন্তত ৫৯২ জন মারা গেছে। যার মধ্যে বেশিরভাগই আলেপ্পো, হামা, লাতাকিয়া এবং টারতুস অঞ্চলের। এ ঘটনায় ১.০৮৯ জনের বেশি আহত হয়েছে।
এদিকে, ‘হোয়াইট হেলমেট’ গ্রুপ, আনুষ্ঠানিকভাবে সিরিয়া সিভিল ডিফেন্স নামে পরিচিত, উত্তর-পশ্চিম সিরিয়ার বিরোধী-নিয়ন্ত্রিত এলাকায় কমপক্ষে ২২১ জন নিহত এবং ৪১৯ জন আহত হওয়ার খবর দিয়েছে।
হোয়াইট হেলমেট টুইটারে জানায়, ‘শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে।’
তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান সোমবার এক টেলিভিশন ভাষণে বলেন, তুরস্কে কমপক্ষে ৯১২জন মারা গেছে এবং ৫,৩৮৫ জন আহত হয়েছে।
উদ্ধারকারীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে জীবিতদের খুঁজে বের করার জন্য কাজ করছে। অন্যদিকে ন্যাটো, ইইউ এবং ৪৫টি দেশ দুর্যোগের পরে সহায়তার প্রস্তাব দিয়েছে।
আরও পড়ুন: প্রায় ৮৩ হাজার কর্মী নেবে ইতালি, যেতে পারবে বাংলাদেশিরাও
মন্তব্য করুন