মিশিগানের ডেট্রয়েট শহরের বাংলা টাউনে সম্প্রতি ব্যাপক চুরি বেড়েছে। বাংলা টাউন এলাকার বিভিন্ন বাসা বাড়ি থেকে দিনের বেলায়ই ঘটছে চুরির ঘটনা। চোরেরা এলাকার বিভিন্ন বাড়িতে হানা দিয়ে টাকা পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে। ফলে চোরের উৎপাতে অতিষ্ঠ বাংলা টাউনের বাসিন্দারা।
কয়েক সপ্তাহ ধরে খালি বাসা থেকে দিনের বেলায় সুকৌশলে চুরি করে আসছে কয়েকটি চোরচক্র। খালি বাসা দেখে ঐ সকল বাসায় হানা দেয় চোরেরা এবং তারা বাসার বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে টাকা পয়সা, স্বর্ণালংকার নিয়ে চলে যাচ্ছে। চোরের উৎপাতে অতিষ্ট হয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ডেট্রয়েট শহরের বাংলা টাউনের বাসিন্দারা।
মন্তব্য করুন