মাইক্রোসফট কর্পোরেশন চলতি সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে পারে।
বিষয়টি ইতিমধ্যে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে জানিয়েছে খুব শীঘ্রই এব্যাপারে মাইক্রোসফটের কাছ থেকে একটি ঘোষণা আসতে পারে।
কোম্পানিটি তাদের মানবসম্পদ এবং ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলিতে কর্মী ছাঁটাই করতে পারে বলে জানা গেছে।
একাধিক প্রতিবেদনে সেই খবরই বেশি জানা যাচ্ছে।
স্কাই নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে কিছু দিনের মধ্যে মাইক্রোসফটে মোটা দাগের ছাঁটাইয়ের ঘোষণা আসতে পারে।
এই কর্তনের ফলে কোম্পানির প্রায় ৫ শতাংশ কর্মশক্তি প্রভাবিত হবে বলে অনুমান করা হচ্ছে।
তবে, মাইক্রোসফট ঠিক কত কর্মী ছাঁটাই করতে যাচ্ছে তা এখনো পর্যন্ত নিশ্চিত করেনি।
উল্লেখ্য, মাইক্রোসফট যুক্তরাজ্যে প্রায় ৬,০০০ কর্মী এবং বিশ্বব্যাপী ২,২০,০০০-এর বেশি কর্মী নিয়োগ করেছে বলে জানা গেছে।
ডব্লিউএসজে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি প্রযুক্তি শিল্পে কর্মী ছাঁটাই এ খাতকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে।
তাছাড়া এর আগে অ্যামাজন তাদের অনলাইন রিটেইল জায়ান্টের জন্য কাজ করা ১৮,০০০ কর্মী ছাঁটাইয়ের যে ঘোষণা করে সেটিও ঐ প্রতিবেদনে জানানো হয়।
এদিকে সেলসফোর্স তাদের ৮,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে।
এছাড়া ইউনিটি সফটওয়্যার জানায় তারা কর্মচারীদের তালিকা থেকে ২৮৪ কর্মী ছাঁটাই করছে।
আরও পড়ুনঃ গুগল ট্রেন্ডিং সার্চ ২০২২ এ সেরা ১০ ভ্রমণ গন্তব্য
মন্তব্য করুন