গত ১৪ ডিসেম্বর ২০২২ইং, বুধবার, বিকাল ৪ ঘটিকায় চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২২ ও ২০২৩ সাল মেয়াদের ক্যাপিটাল মার্কেট সাব কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের পরিচালক ও ক্যাপিটাল মার্কেট সাব কমিটির ডাইরেক্টর ইনচার্জ জিয়াউল হক।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, সিকিউরিটি এক্সচেঞ্জ সেক্টরের উন্নয়ন ও এ খাতে বিরাজমান সমস্যাবলী নিরসনের লক্ষ্যে সিলেট চেম্বারের ক্যাপিটাল মার্কেট সাব কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যগণ তাদের নিজ নিজ মেধা ও অভিজ্ঞতা দিয়ে এ খাতের উন্নয়নে অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশের শেয়ার বাজারে অনেকগুলো ভালো কোম্পানীর শেয়ার রয়েছে। কিন্তু অধিকাংশ বিনিয়োগকারীরা শেয়ার বাজার সম্পর্কে কোন ধারণা বা জ্ঞান অর্জন না করেই বিনিয়োগ করেন। যার ফলে তারা ক্ষতির সম্মুখীন হন। তাই সভায় বক্তাগণ সিলেটের শেয়ার বিনিয়োগকারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিএসইসি এর ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষক এনে সিলেট চেম্বারের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের প্রস্তাব করেন। বক্তাগণ আরো বলেন, আগামী ২১ জানুয়ারি ২০২৩ইং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এর উদ্যোগে সিলেটে একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত সম্মেলনে আমরা শেয়ার বাজারের বর্তমান অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে প্রস্তাবনা উত্থাপন করতে পারি। সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ শেয়ার বাজারের বর্তমান নাজুক অবস্থা থেকে উত্তরণে সিলেটের সকল ব্রোকার হাউজের নিকট হতে প্রস্তাবনা সংগ্রহ করে তা লিখিতভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে প্রেরণের প্রস্তাব করেন। এছাড়াও তিনি এ খাতের উন্নয়নে জোরালো ভূমিকা রাখার জন্য ক্যাপিটাল মার্কেট সাব কমিটির সদস্যগণকে অনুরোধ জানান।
সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, ক্যাপিটাল মার্কেট সাব কমিটির চেয়ারম্যান ফয়েজ হাসান ফেরদৌস, সিলেট চেম্বারের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, সাব কমিটির কো-চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, সদস্য রিমাদ আহমদ রুবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, খুলকু মিয়া, জাবেদ আহমদ, আনোয়ার হোসেন, মঈন উদ্দিন, মনসুর আহমেদ, মধু মিয়া প্রমুখ।
সূত্রঃ এসসিসিআই/সঃ বিঃ/২০২২/
বার্তা সম্পাদক/ব্যুরো প্রধান/সিলেট প্রতিনিধি
মন্তব্য করুন