যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সাবেক গভর্নর জেনিফার গ্রানহোম একটি বৈজ্ঞানিক অগ্রগতির ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরি নিউক্লিয়ার (পারমাণবিক) ফিউশন ব্যবহার করে একটি নিরাপদ এবং নবায়নযোগ্য শক্তির উৎস তৈরি করতে কয়েক দশক ধরে গবেষণার কোডটি ক্র্যাক করেছে। এই প্রক্রিয়ায় সূর্যকে শক্তি দেয় এমন পরমাণুকে বিজ্ঞানীরা একত্রিত করেছে।
সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির তাত্ত্বিক পদার্থবিদ্যার অধ্যাপক ডঃ মিচিও কাকু বলেন, ‘শক্তি গবেষণার প্রক্রিয়া হল সূর্যের আলোকে একটি বোতলে রাখা, এবং দৃশ্যত তারা (বিজ্ঞানীরা) ক্যালিফোর্নিয়ায় সেটাই করেছে।’
ডঃ ডেভিড ডোনোভান বলেন,’এ প্রক্রিয়ার (নিউক্লিয়ার ফিউশন কোড) লক্ষ্য হল একক পরমাণুগুলিকে এত দ্রুত গতিতে নিয়ে যাওয়া যে তারা যখন একে অপরের মধ্যে ছুটে যায়। তখন তারা বিকর্ষণকে কাটিয়ে ওঠে এবং তারা একে অপরকে ফিউজে আঘাত করে। তারপরে পরস্পরকে দ্রুত ধাক্কা দেয়। তাদের নিজেদের শক্তির চেয়ে অনেক বেশি শক্তি ছেড়ে দেয়।’
কিন্তু, আমরা এখনও আমাদের দৈনন্দিন জীবনে নিউক্লিয়ার ফিউশন থেকে কয়েক বছর দূরে রয়েছি। এক্ষেত্রে বিজ্ঞানীরা বিশ্বের বিদ্যমান নবায়নযোগ্য শক্তির উৎস যেমন বায়ু এবং সৌর শক্তি ব্যবহার করা চালিয়ে যাওয়ার প্রতি তাগিদ দিয়েছেন।
ডোনোভান আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বিশ্ব বাজারের প্রয়োজনীয়তা উপলব্ধি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিজ্ঞানীরা গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে এটিকে (নিউক্লিয়ার ফিউশন কোড) বাণিজ্যিক ব্যবহারের দিকে নিয়ে যাবেন।’
আরও পড়ুনঃ কৃষিতে রাসায়নিক ব্যবহার কমাতে সাহায্য করবে রোবট
মন্তব্য করুন