দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইনের উৎসব এ সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৫১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।
এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিউলের ইয়ংসান ফায়ার বিভাগের প্রধান চোই সিওং-বিওম বলেছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে এবং আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
তিনি বলেন, আহতদের হাসপাতালের পাশাপাশি সিপিআর দেওয়ার মাধ্যমে সুস্থ করার জন্য নিকটবর্তী শরীরচর্চা কেন্দ্রে নেওয়া হয়েছে।
কর্মকর্তারা জানান, ধারনা করা হচ্ছে সিউলের প্রধান পার্টি স্পট হ্যামিল্টন হোটেলের কাছে একটি সরু গলিতে একটি বিশাল জনতা এগিয়ে যাওয়ার পরে লোকেরা পদপিষ্ট হয়ে মারা যায়।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এক বিবৃতিতে জানিয়েছেন, আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে এবং উৎসবের স্থানগুলোর নিরাপত্তা পর্যালোচনা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া দ্রুত বিপর্যয়কালীন চিকিৎসা সহায়তা দল মোতায়েন করার এবং আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে বেড সুরক্ষিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, হ্যালোইন উৎসবে অংশগ্রহণের জন্য প্রায় এক লক্ষ লোক একত্রিত হয়। যা সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ বিধিনিষেধ শিথিল করার পরে এটি ছিল সবচেয়ে বড় গণসমাবেশ।
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রে ফ্লুর প্রকোপ বাড়ছে: সিডিসি
মন্তব্য করুন