মেরি এলিজাবেথ ট্রাস, যিনি লিজ ট্রাস নামেই বেশি পরিচিত, বর্তমানে বিশ্ব গণমাধ্যমে টক অফ দ্য টেবিল (মূখ্য আলোচনার বিষয়)।
কনজারভেটিভ পার্টির এই নেতা গত ২০ অক্টোবর ২০২২-এ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
তিনি রাতারাতি হয়ে যান যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে তিনি মাত্র ৪৪ দিন অফিস করেন।
এদিকে এই ঘটনার মাধ্যমে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীত্ব নিয়ে আবার নতুনভাবে সংকট সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, বরিস জনসন প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলে এই সংকটের সৃষ্টি হয়।
এখন নতুন করে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে এবার আলোচনায় সবচেয়ে প্রথমে যিনি রয়েছেন তিনি হলেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক।
এই সুনাককে হারিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন লিস ট্রাস।
এছাড়াও এবার আরও যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, সাবেক বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্ট, এবং প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ।
জনসন ব্রেক্সিটের জন্য কনজারভেটিভ এমপি এবং দলের একটি অংশের কাছে জনপ্রিয়। ফলে তিনিও এবার প্রধানমন্ত্রী হতে পারেন। তবে তিনি প্রধানমন্ত্রী হতে ভোটে দাঁড়ানোর কথা বিবেচনা করবেন কিনা সেটাই দেখার বিষয়।
উল্লেখ্য, যুক্তরাজ্যের রাজনৈতিক নেতৃবৃন্দ অতিরিক্ত ঋণের মাধ্যমে বেপরোয়া পরিকল্পনা এবং উচ্চ মুদ্রাস্ফীতি ইত্যাদি কারণে বারবার প্রধানমন্ত্রীত্ব নিয়ে হুচোট খাচ্ছে।
আরও পড়ুনঃ যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ঋষি সুনাক
মন্তব্য করুন