বাংলা সংবাদ
১৯ অক্টোবর ২০২২, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাতারগুল নয়, মায়াবনে সিকৃবি ও খুকৃবি’র গবেষণা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
সিলেটের মায়াবনে সিকৃবি ও খুকৃবি’র গবেষণা

বাংলাদেশের সিলেটের রাতারগুল জলাবন নয়, মিঠাপানির আরেকটি জলাবন ‘মায়াবন’।

সিলেটেরই গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নে জুগিরকান্দি হাওরে এই জলাবনের অবস্থান।

স্থানীয় লোকজন ব্যতীত পর্যটকদের দৃষ্টির আড়ালে থাকা এই জলাবন নিয়ে গবেষণা কার্যক্রম শুরু করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) গবেষকদল।

শনিবার (অক্টোবর ১৫) মায়াবনে গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে পরিদর্শন করেছেন খুকৃবির মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের প্রভাষক ও গবেষক অঙ্কুর চৌধুরী ও সিকৃবির জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর গবেষক ইফতেখার আহমেদ ফাগুন।

গবেষণা দলটিতে আরও আছেন খুকৃবির সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও গবেষক দেবাশীষ পন্ডিত।

কার্যক্রম শুরু হওয়া গবেষণার তত্ত্বাবধায়ন করছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড ও অধ্যাপক ড. আহমেদ হারুন-আল-রশিদ।

পরিদর্শনকালীন গবেষক দলের সদস্যরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। এছাড়া উদ্ভিদ, মাছ, অন্যান্য প্রাণির তালিকাও লিপিবদ্ধ করেন।

এছাড়াও তারা ভূত্বাত্তিক তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।

খুকৃবির প্রভাষক ও গবেষক অঙ্কুর চৌধুরী জানান, ‘ধারণা করা হতো, রাতারগুল জলাবন বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

কিন্তু এছাড়াও মায়াবনসহ আরও বেশকিছু জলাবন রয়েছে।

মায়াবন নিয়ে আমরা কিছু মৌলিক গবেষণা কার্যক্রম শুরু করেছি।

এই জলাবনটি প্রতিনিয়ত এই অঞ্চলের হাওরের পরিবেশগত ভারসাম্য রক্ষা করে চলেছে।

জলাবনটি লোকচক্ষুর অনেকটাই আড়ালে।

পর্যটনখাতের জন্য সম্ভাবনাময় হলেও টেকসই পর্যটনখাত গড়ে তোলা সম্ভব না হলে এখানকার জীববৈচিত্র হুমকির মুখে পড়তে পারে’।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর স্নাতকোত্তর গবেষক ইফতেখার আহমেদ ফাগুন জানান, ‘হাওরাঞ্চলের জলাবনগুলো দেশীয় মাছের প্রজনন, বংশবিস্তার ও বৃদ্ধির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। মায়াবন জলাবনটি যেমন বনসংক্রান্ত বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ। একইসাথে মৎস্য ও উদ্ভিদবিজ্ঞানের জন্যও গুরুত্বপূর্ণ। এই জলাবনটি হাওরাঞ্চলের ইকোসিস্টেমের ভারসাম্য ঠিক রাখতে মূখ্য ভূমিকা রাখছে। আমাদের গবেষণা কার্যক্রম শেষে এই বন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেয়া সম্ভব হবে।’

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

ধারণা করা হচ্ছে, প্রায় ১৮০ হেক্টর জায়গাজুড়ে এই জলাবনের অবস্থান।

জুগিরকান্দি মায়বনে রয়েছে জলের উপর ভাসমান সারি সারি হিজল, জাম, বরুণ,  করচ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষরাজি।

এটি একটি ঘন জলারণ্য হওয়ায় ভেতরের দিকটায় সূর্যের আলো গাছের পাতা ভেদ করে জল ছুতে পারে না।

বনের দক্ষিন পাশে রয়েছে কাশবন।সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

পূর্ব দিকে রয়েছে শাপলা ও পদ্ম ফুলের সমারোহে ভরপুর কুরুন্ডি ও রৌয়াসহ বিশাল বিশাল বিল।

পশ্চিম দিকে রয়েছে হিদাইরখাল (সরকারি নথিপত্রে বাউলিখাল) নামে পরিচিত একটি নদী, যার তীরে বনবিভাগের মালিকানাধীন বাংলাদেশের অন্যতম একটি বড় মূর্তা বাগান।

জুগিরকান্দি মায়াবনে বিচরণ করে মাছরাঙ্গা, বিভিন্ন প্রজাতির বক, ডাহুক, ঘুঘু, সারি, দোয়েল-শ্যামা, ফিঙে, বালিহাঁস, পানকৌড়িসহ নানা প্রজাতির পাখি।

বিভিন্ন প্রজাতির গুই সাপ ও নানা ধরনের সাপের অভয়াশ্রম এই জলারণ্যে বন্যপ্রাণীর মধ্যে রয়েছে বানর, উদবিড়াল, কাঠবিড়ালী, মেছোবাঘ ইত্যাদি।

আরোও পড়ুনঃ টাংগুয়ার হাওরে অভিযান: নিষিদ্ধ জাল জব্দ, নৌকাসহ আটক ৩

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে স্নোমোবাইল বিধ্বস্ত হয়ে নিহত ১

গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টি কমিশনারকে পতিতাবৃত্তির জন্য ৫ দিন জেল

ডেট্রয়েটের ইস্ট সাইডে গুলিতে নিহত সন্দেহভাজন গ্রেফতার ১

মিশিগানে ২০৪১ সালের মধ্যে স্নাতক সংখ্যা ২০% হ্রাস পাবে

ডেট্রয়েট পাবলিক বাসের চতুর্থ পরিচালক রবার্ট ক্র্যামার

মিশিগানের ওয়াটার পার্কের উদ্বোধন বিলম্বিত

নানা আয়োজনে সিলেটে পালিত হচ্ছে বড়দিন

ক্রিসমাসের প্রাক্কালে ব্যস্ত হয়ে উঠেছে ডেট্রয়েট মেট্রো বিমানবন্দর

মিশিগানে কিশোর কিশোরী গ্রেপ্তার-৪

আমেরিকান এয়ারলাইন্সের ক্রিয়াকলাপ আবার চালু

১০

মিশিগানের আবহাওয়া বিভাগের সতর্কতা জারি

১১

ওয়াশটেনউ কাউন্টির মহিলার বিরুদ্ধে অভিযোগ

১২

যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তে বিমানবন্দরটি বন্ধ হয়ে যাবে

১৩

মিশিগানে মোটরস্পোর্টস গেটওয়ে নির্মাণ অব্যাহত

১৪

মিশিগানে বাড়ি ফেরার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু

১৫

মিশিগানে চলছে শেষ মূহূতের প্রস্তুতি

১৬

মিশিগানের গভর্নর পাঁচজনের সাজা কমিয়েছেন

১৭

নতুন ফরাসি সরকারের নামকরণ করা হয়েছে

১৮

মিশিগানে বন্দীকে মৃত্যু থেকে বাঁচালেন বাইডেন

১৯

মাইকি কিন মিশিগানে স্থানান্তরিত

২০