বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ চারটি বেড় জাল এবং তিনটি নৌকাসহ তিন জনকে আটক করা হয়েছে।
আটককৃত জালের মূল্য প্রায় তিন লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। শুক্রবার (অক্টোবর ১৪) সকালে টাংগুয়ার হাওরে নিষিদ্ধ বেড়জাল দিয়ে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী উপজেলা সহকারী কমিশন (ভূমি) আসাদুজ্জামান রনি এ অভিযান পরিচালনা করেন।
পরে “মৎস রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০” অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে আটক ১৪০০ হাত নিষিদ্ধ জালগুলো জব্দ করা হয় এবং এর সাথে জড়িত নৌকার তিনজন মাঝিকে ১৫০০ টাকা জরিমানা করা হয় ছেড়ে দেয়া হয়।
আসাদুজ্জামান রনি জানান, টাংগুয়ার হাওরে যেকোন ধরনের অনিয়ম প্রতিরোধ আমাদের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেয়া হবে না। আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে।