মঙ্গলবার (নভেম্বর ৮) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের জন্য একটি বিশেষ দিন।
স্পেস ডট কমের তথ্য অনুসারে, এই দিনে মিশিগান নির্বাচনের পাশাপাশি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং ‘ব্লাড মুন’ (রক্তিম চাঁদ) দেখার সাক্ষী হতে চলেছে মিশিগানবাসীরা।
আপনি যদি এই মুহূর্তে মিশিগানে অবস্থান করেন, তাহলে এখনি পর্যাপ্ত কফি এবং উষ্ণতাদায়ক পোশাক প্রস্তুত করে রাখুন। কারণ মিশিগানে ২০২২ সালের শেষ চন্দ্রগ্রহণ হতে এক মাসেরও কম সময় বাকি।
মিশিগানে নির্বাচনের দিন অর্থাৎ নভেম্বর ৮ ভোরে মিশিগানবাসীদের জন্য পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।
স্পেস ডট কম আরও জানায়, পৃথিবী সূর্য এবং চাঁদের মধ্যে অবস্থান করলে চন্দ্রগ্রহণ ঘটে। এই মহাজাগতিক ঘটনা কেবলমাত্র পূর্ণিমার সময় ঘটে। চন্দ্রগ্রহণ প্রতি বছর কয়েকবার ঘটে থাকে।
প্রাচীনকাল মানুষের কাছে ‘ব্লাড মুন’ ছিল আসন্ন যুদ্ধ বা এমনকি দানবদের ধ্বংসের লক্ষণ। তখন এটিকে ঘিরে বিভিন্ন রকমের কুসংস্কার প্রচলিত ছিল।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদে লালচে আভা দেখা যায়। যা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রতিসরিত হওয়ার সময় সৌর রশ্মির কারণে ঘটে। তখন এটিকে দেখতে অনেকটা সূর্যাস্তের মতোই লাগে।
প্রকৃতির এই অভিনব দৃশ্য উপভোগ করা এখন খুবই সহজ। এজন্য যা দরকার তা হল পরিষ্কার আকাশ এবং টেলিস্কোপ বা দূরবীন। আধুনিক টেলিস্কোপ দিয়ে চন্দ্রগ্রহণের অনন্য অভিজ্ঞতা পাওয়া যায়।
মিশিগানের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ৫:১৬ মিনিটে এবং ৬:৪১ মিনিটে শেষ হবে।
আরোও পড়ুনঃ শীত মৌসুমে শিশুদের হ্যালোইন পোশাক
মন্তব্য করুন