সূর্য সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে, নিজের প্র্রথম মহাকাশভিত্তিক টেলিস্কোপসমৃদ্ধ কৃত্রিম উপগ্রহ উত্ক্ষেপণ করেছে চীন।
রোববার সকাল ৭টা ৪৩ মিনিটে ‘চিউ ছুয়ান’ উপগ্রহ উতক্ষেপণকেন্দ্র থেকে ‘লংমার্চ-২’ পরিবাহক-রকেটের সাহায্যে এটি মহাকাশে পাঠানো হয়।
অ্যাডভান্সড স্পেস-বেসড সোলার অবজারভেটরি (এএসও-এস) নামক টেলিস্কোপটির ডাকনাম ‘খুয়াফু-১’।
এটি উত্ক্ষেপণের নির্ধারিত সময় পর মহাকাশের পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।
ফুয়াফু-১ পৃথিবীপৃষ্ঠ থেকে ৭২০ কিলোমিটার উঁচুতে অবস্থান করবে। এর মোট ওজন ৮৫৯ কিলোগ্রাম।
এটি সূর্যকে স্টাডি করার জন্য চীনের প্রথম পূর্ণাঙ্গ যন্ত্র। এটির মেয়াদ চার বছর।
(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)
আরোও পড়ুনঃ শীত মৌসুমে শিশুদের হ্যালোইন পোশাক
মন্তব্য করুন