যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাদ জুমা বাংলাদেশের সিলেটের বড়লেখার প্রান্তিক জনপদ পূৰ্ব মোহাম্মদনগরের নির্মাণাধীন একটি মসজিদে চল্লিশ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।
সুপ্রভাত অনলাইনের অন্যতম পরিচালক আহমেদ নোমানের সঞ্চালনায় এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান, তরুণ সমাজসেবক শামীম আহমেদ, পয়লোয়ানবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ।
আরও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম জিবু, নজরুল ইসলাম, মোহাম্মাদনগর রক্তদান সংস্থার যুগ্ম সম্পাদক জাকারিয়া আহমদ, সুপ্রভাত অনলাইনের নির্বাহী সম্পাদক দুলাল আহমদ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য নূর উদ্দিন, বাহার উদ্দিন, আবুল কালাম, এবং রেজাউল করিমসহ প্রমূখ।
বক্তাগন সমাজসেবায় হাবিবুর রহমান হাবিবের অনন্য অবদানের ভূয়সী প্রশংসা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি এ ধরনের কাজে সমাজের বিত্তশালী সকলকে এগিয়ে আসারও আহবান জানান।
মন্তব্য করুন