আজকাল
দে বা শী ষ দা শ
আজকাল কেন জানি শুধু নিরবতার
সান্নিধ্যে মন যেতে চায় ।
আজকাল কেন জানি মন নিরবে
নিভৃতে ভালোবাসতে চায় ।
আজকাল কেন জানি মন নির্জনতায়
গা ভাসিয়ে দিতে চায় ।
আজকাল কোলাহল থেকে মন চায়
দূ…রে কোথাও হারিয়ে যেতে।
আজকাল মন চায় প্রকৃতির সাথে
সংগোপনে কথা বলতে।
আজকাল মন চায় পুরনো
এ্যালবামে চোখ বুলিয়ে অতীতের
ইতিহাস খুঁজতে ।
আজকাল মন কি যে চায়,
গোধূলির পশ্চিম আকাশে সূর্যের
অস্ত যাওয়ার দিকে ধায়।
আজকাল মন চায় প্রেয়সীর হাত
ধরে নির্ভরতার আশ্রয় পেতে।
আজকাল মন চায় মানুষের জন্য
কিছু করে মানুষের মাঝে বেঁচে থাকতে।
আজকাল মন চায় কিছু একটা বলতে,
কিছু একটা করতে, কিছু একটা দিতে,
পৃথিবীর মানুষের মাঝে, কিন্তু কিছু নেই,
কিছু নেই আমার, আছে শুধু স্বার্থহীন
অসীম ভালোবাসা যার কোন শেষ নেই।
আচানক গোধূলি
মৃ ণা ল কা ন্তি দা স
কিছু ব্যথা ঢাকা থাক, চাপা থাক অশ্রুর ঢল,
আমিও চেনাই তোকে
কত প্রিয় এই মাটি, কত প্রিয় এই খোলা জল।
কিছু কথা ভুলে যাই, ভুলে যাই অধিকারহীন,
আমার পিতার সেই দেশে
আমিও শেখাই তোকে, জমে আছে জন্মের ঋণ!
গোধূলির আচানক আলো, আচানক তীব্র আঁধার,
হাসিমুখে বেঁচে যেতে হবে
বুক ভেঙে আসুক কারণ যতই, ডুকরে কাঁদার…
মন্তব্য করুন