নীল কন্ঠের নীল নক্সা
সা কি রা সু ল তা না
এখনো সুস্থ আছি, বিষ্ময় সাথী আমার।
আমিত্বকে পর করে ঘর করছি বর্ণচোরার বেশে;
সমাজের উঁচুতলার মানুষ আমি;
ফুল-পাখি-কবিতায় ভালোবাসা মজ্জাগত।
মৃত্যুর পরেও স্বপক্ষে ইতিহাস কথা বলবে আড়ম্বরপূর্ণ প্রতি শোকসভায়…
তবে কখনো গহীন মনের আপনার সাথে আলাপচারিতায়
অট্টহাসি ব্যাঙ্গ করে আমায়!
মেয়ে
না জ মী ন ম র্তু জা
গ্রামে তুই থেকেছিস গ্রামের
সহজ গ্রামীণ ভাবে থেকে।
তবে
ও মেয়ে বল তো শুনি
কেন সরল সড়ক হতে গেলি?
এখন
দাগা তুই যতই খেয়েছিস পরাণে
কেটে কেটে নিজের স্নায়ু নিজে
অপেক্ষা
কার তরে বেকারার প্রেম নিয়ে
বৃন্তহীন ঝরছিস নগরে নগরে।
কষ্ট
সে তো তুই পেয়েছিস ভেতরে
আছাড়ি পিছাড়ি কাঁদে প্রাণ তোর।
শোধ
কে কার নেবে
সব মৃত্যুর যাত্রি।
মন্তব্য করুন