প্রজেক্ট ফ্লাড-২০২২ শিরোনামে বিডি সিটিজেন বাই বর্ন বাংলাদেশি এর অর্থায়নে বড়লেখা উত্তর বাজারে মেসার্স মতিন এন্ড সন্স প্রতিষ্ঠানে প্রথম ধাপে গত ২৩ জুলাই, দ্বিতীয় ধাপে ০৬ আগস্ট এবং তৃতীয় ধাপে ২০ আগস্ট শত পরিবারের নিকট ঢেউটিন তুলে দেওয়া হয়। এই কার্যক্রমের সঙ্গে আর্থিক সহযোগিতার মাধ্যমে যুক্ত রয়েছে আরও আটটি সামাজিক সংগঠন। সংগঠনগুলো হচ্ছে- হলি চাইল্ড স্কুল এন্ড কলেজ, উত্তরা, ঢাকা, এসএসসি ১৯৯৮ ব্যাচ, মন্ত্রীসভা ফ্রেন্ডসার্কেল, পৌর নাগরিক কমিটি, বড়লেখা, মৌলভীবাজার সরকারি কলেজ, এইচএসসি ২০০০ ব্যাচ, সার্কেল একাদশ বড়লেখা, জালালাবাদ মেস-২০০২ সিলেট, মুম্বাই বে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইউকে এবং মাইজপাড়া যুব কল্যাণ সমিতি, বড়লেখা। অনুষ্ঠানে কেবল উপস্থিত ব্যক্তিবর্গের পরিচয় পর্ব শেষে কোন প্রকার বক্তৃতা ছাড়া মোনাজাত পরিচালনা পর ঢেউটিন বিতরণ কার্যক্রম শুরু হয়। আয়োজনের ব্যতিক্রমী এ বিষয়টি নিয়ে বিডি সিটিজেন বাই বর্ন বাংলাদেশি-এর উদ্যোক্তা ও সমন্বয়ক আবু হানিফ জানান, অসহায়-হতদরিদ্র মানুষগুলোর উপস্থিতিতে এই ধরণের আয়োজনে বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দের ঘন্টার পর ঘন্টা বক্তৃতা মানুষগুলোকে আরও অসহায় করে তুলে তাই কেবল স্রষ্টার শোকরিয়া আদায়ে মোনাজাত শেষে আমরা বিগত দিনে ভয়াল বন্যায় বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতের জন্য ঢেউটিন তুলে দিচ্ছি প্রকৃত মানুষগুলোর হাতে। বন্যায় ত্রাণ বিতরণ করতে গিয়ে আমাদের অভিজ্ঞতার আলোকে এই তালিকা তৈরি করেছি যাতে সত্যিকারের মানুষগুলো উপকৃত হয়।
তিন ধাপের এই ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক গীতাংশু দলপতি, বড়লেখা সরকারি কলেজের হিসাবরক্ষক, ক্রীড়া ব্যক্তিত্ব রেজাউল ইসলাম মিন্টু, বড়লেখা বাজারের ব্যবসায়ী শৈলেন্দ্র দেবনাথ, বড়লেখা হাজীগঞ্জবাজার বনিক সমিতির যুগ্ম-আহবায়ক জাবেদুল ইসলাম সবুজ, ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুল, ব্যবসায়ী আব্দুর রহিম, ব্যবসায়ী দিবাংশু শেখর নাথ মনি, ব্যবসায়ী মিজানুর রহমান, অট্রিয়া প্রবাসী মায়নু সিপার, ফ্রান্স প্রবাসী জাহেদুল ইসলাম সাথী, ব্যবসায়ী কবির আহমদ, মুজিবুর রহমান, মন্ত্রীসভা ফ্রেন্ডসার্কেলের প্রতিনিধি জালাল আহমদ, মিনহাজ রিপন, মাইজপাড়া যুবকল্যাণ সমিতির সভাপতি খালেদ আহমদ, ফাইকুজজামান মিলন, মেসার্স মতিন এন্ড সন্সের স্বত্বাধিকারী সেলিম আহমদ, সমাজসেবক জাবেদ আহমদ প্রমুখ। অনুষ্টানে মোনাজাত পরিচালনা করেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের মাওলানা মনোহর আলী (ক্বারী সাহেব), খতিব মাওলানা রুহুল আমিন।
মন্তব্য করুন