গত ১৫ ডিসেম্বর, রোববার হেমট্রামিক সিটির বায়তুল মামুর জামে মসজিদে বাদ এশা, ভাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হাফিজ মিসবাহ উদ্দিনের মৃত্যুতে ভাদেশ্বর বাসীর উদ্যোগে এক মিলাদ ও স্মরণ সভার আয়োজন করা হয়।
স্মরণ সভায় মরহুমকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ সমিতির সভাপতি হেলাল খান, প্রবীণ মুরব্বি এহিয় চৌধুরী, সবুর আহমদ, মাও সিদ্দিকুর রহমান এবং মরহুমের ছাত্র হাসান আহমদ। বক্তারা মরহুম এই গুণী হাফিজের বিগত দিনের স্মৃতিচারণ করে বলেন, তিনি একজন পরোপকারী, সদালাপী ও সাদা মনের মানুষ ছিলেন। নিজ এলাকাতেই তিনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান করে অনেক ছাত্র-ছাত্রীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন।
বক্তরা আরও বলেন, মরহুমের অবদান অনস্বীকার্য। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সান্ত্বনা জানান। একই সাথে, মরহুমের এই হাফিজিয়া মাদ্রাসার জন্য সার্বিক সহযোগিতা জোরদার করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা ফরিদ উদ্দিন ও কারী বেলাল আহমদ। সভায় মিশিগানে বসবাসরত ভাদেশ্বর বাসীসহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শেষে উপস্থিত সবাইকে শিরনী বিতরণ করা হয়।
মন্তব্য করুন