বাংলাদেশি বংশোদ্ভূত আবুল বি খান যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে ছয়বার আইনসভার সদস্য নির্বাচিত হলেন তিনি।
রকিংহাম ডিস্ট্রিক্ট-৩০-এ রিপাবলিকান পার্টির হয়ে প্রতিবারের মতো এবারও সর্বোচ্চ ভোট পেয়ে দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন আবুল খান। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ৪০০ জনপ্রতিনিধির মধ্যে তিনি অন্যতম।
নির্বাচনের নিয়ম অনুযায়ী চারজন প্রার্থীর মধ্যে যে দুজন সর্বোচ্চ ভোট পাবেন, তাঁরাই জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবেন। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সন্তান আবুল খান ২ হাজার ৯৩৯ ভোট পেয়ে সর্বোচ্চ স্থানে আছেন। এরপরেই আছেন রিপাবলিকান পার্টির ম্যাথ সাবিউরিন। তিনি পেয়েছেন ২ হাজার ১১৬ ভোট। নির্বাচনে পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী বব অল ব্রাইট পেয়েছেন ১ হাজার ৭২৬ ভোট এবং জাস্টিন জি প্যাকার্ড পেয়েছেন ১ হাজার ৪৯৬ ভোট।
মন্তব্য করুন