পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে ডিম আলুর আমদানির পর এবার করিমগঞ্জ ও মেঘালয় সীমান্ত দিয়ে কয়লা,পাথরের সঙ্গে পণ্য সামগ্রী আমদানি রপ্তানি শুরুর জন্য দুই দেশের
ব্যবসায়ীদের মধ্যে বিশেষ সভা সিলেটে অনুষ্ঠিত হয়।
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা, সাধারণ সম্পাদক আতিক হোসেন, কোষাধ্যক্ষ জয়ন্ত চক্রবর্তী, সুহেল আহমেদ, জুয়েল আহমেদ, তাজ উদ্দিন, ইন্দো-বাংলা চেম্বার অব কমার্সের নর্থ ইস্ট সম্পাদক অমরেশ রায়সহ সিলেট চেম্বার অব কমার্সের পদাধিকারীরা উপস্থিত থাকেন।
আলোচনায় সুতারকান্দি দিয়ে পূর্বের মত কয়লা, পাথর ও বিভিন্ন খাদ্য ও পণ্য সামগ্রী আমদানি করা সহ আধিকারিক পর্যায়ের আলোচনা হয় এবং ইতিবাচক সাড়া জাগে। দুই দেশের সাংগঠনিক পর্যায়ে আলোচনা শেষে সিলেটে ভারতীয় দূতাবাসের সি কানন (দ্বিতীয় সচিব) এবং কে. মুস্তাফিস, সেকেন্ড সেক্রেটারি ট্রেড অ্যান্ড কমার্স, সিলেট ভারতীয় দূতাবাস আধিকারিক পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বলা হয় অবিলম্বে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার স্থল ও জল সীমান্ত দিয়ে কয়লা পাথরের সঙ্গে পণ্য সামগ্রী আমদানির জন্য বর্তমান বাংলাদেশ সরকার যাতে ভারত সরকারের সঙ্গে ইতিবাচক আলোচনা করেন।
অনুরূপভাবে সোমবার মেঘালয়ের ডাউকি সীমান্তের আধিকারিক ও ব্যবসায়ীদের সভা অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে ইন্দো-বাংলা চেম্বার অব কমার্সের নর্থ ইস্ট সম্পাদক অমরেশ রায় বলেন, বাংলাদেশের সিলেটের আলোচনা সফল হয়েছে, সোমবার মেঘালয়ের ডাউকি সীমান্তের সমস্যা সমাধান হবে। তিনি বলেন সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার থেকে ভারত-বাংলার ব্যবসা বাণিজ্য আগের মত ফিরে আসবে।
মন্তব্য করুন