১৫ আগষ্ট জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের “বঙ্গবন্ধু পরিষদ মিশিগান”।
অনুষ্ঠানটি আগামী রবিবার (২১ আগষ্ট) বিকেল ৬টায় অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের কনান্ট এভিনিউ-এর গেইট অব কলম্বাসে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং ভাষা-সাহিত্যে ২১শে পদক প্রাপ্ত ড. নুরুন নবী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ চান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি নজরুল আলম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঁইয়া,
মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ মূসা।
এছাড়াও বঙ্গবন্ধু পরিষদ মিশিগানের আহবায়ক ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, যুগ্ম আহবায়ক সৈয়দ মতিউর রহমান সিমু ও মহসিন উদ্দিন টিপুসহ প্রমূখ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর কয়েকজন বিপথগামী সদস্য রাজধানীর ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। সেসময় বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন