যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির হলমিচ পার্কে ২১ জুলাই ২০২৪ “পিকনিক-২০২৪” উদযাপনের লক্ষে গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের এক সাধারণ সভা ঈদ পুনর্মিলনী ২৩ জুন,২০২৪ রোববার সন্ধ্যা ৮ টায় ওয়ারেন সিটির রান্নাঘর রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ বাবুলের সভাপতিত্বে অনুষ্টিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা সর্বজনাব গোলাম কিবরিয়া হেলাল, অধ্যাপক মোঃ আমিনুল হক, জালাল উদ্দিন ও মনাফ আহমেদ বাবুল।
উপস্থিত ছিলেন ফিটজজেরাল্ড স্কুল বোর্ড এর ট্রাস্টি ও মাকম কাউন্টি কমিশনার প্রার্থী জনাব খাজা শাহাব আহমেদ, মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুস শাকুর মাখন,কমিউনিটি নেতা জনাব খুকন, জনাব মুর্শেদ আহমেদ ও টিবিএন নিউস এর মিশিগান প্রতিনিধি জনাব তুফায়েল রেজা সুহেল।
সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের অন্যতম সদস্য জনাব বুরহান উদ্দিন। পারস্পরিক ঈদ শুভেচ্ছা বিনিময়ের পরবর্তীতে সর্বসম্মতিক্রমে অন্যতম কার্যকরী সদস্য জনাব নজরুল ইসলাম বদরুলকে পিকনিক-২০২৪ উদযাপন কমিটির আহবায়ক নির্বাচিত করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ পিকনিক সফল করার জন্য স্বতঃস্ফুর্থভাবে বিশদ আলোচনায় অংশগ্রহণ করেন।
বক্তব্য রাখেন সর্বজনাব মোঃ রমিজ উদ্দিন, নজরুল ইসলাম বদরুল,মোঃ কামাল আবেদীন, রোসেন্দ্র দাস লাল মেম্বার,গোলাম আজম মাসুক, শাহজাহান রহমান মফিজ,মোঃ আব্দুল খালিক,মোঃ শুয়াইব, ইফতেখার হেলাল, মোঃ হেলাল আবেদীন, মোঃ আশরাফুল আমিন ,দিলওয়ার হোসেন, কয়েস আহমেদ, আলিম আহমেদ,মাস্টার বেলাল আহমেদ,সুহেদ আহমেদ, মোঃ এনামুল হক, ওলিউর রহমান, মোঃ মুসা, আবুল হাসনাত রতন, শামীম আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব খলিলুর রহমান,প্রভাষক আলিম উদ্দিন, শহীদ আহমেদ, রানু আহমেদ, বেলাল উদ্দিন আজাদ সহ কমিউনিটির অন্নান্য নেতৃবৃন্দ। পরবর্তীতে বাংলাদেশ থেকে মিশিগানে নবাগত শামীম আহমেদ, মাস্টার বেলাল আহমেদ, বেলাল উদ্দিন আজাদ, আবুল হাসনাত রতনকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই সংগঠনের অন্যতম পৃষ্টপোষক সদস্য জনাব রসেন্দ্ৰ লাল মেম্বারের সৌজন্যে প্রীতিভোজে অংশ গ্রহণ করেন।
মন্তব্য করুন