আগামী শনি ও রবিবার যথাক্রমে ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনের আসর বসতে চলেছে ভারতের রাজধানী নয়া দিল্লির প্রগতি ময়দানে ভারত মন্ডপমে।
ইতিমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করেছেন ভারতে। আর তাই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকা।
যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সহ মোট ২৫টি দেশের শীর্ষ নেতারা যোগ দিচ্ছেন এবারের সম্মেলনে।
বিভিন্ন দেশের উচ্চপদস্থ কূটনীতিক এবং আমলারাও উপস্থিত থাকছেন। তাদের স্বাগত জানাতে ইতিমধ্যেই সেজে উঠেছে রাজধানী শহর। নয়া দিল্লিরই বিভিন্ন বিলাসবহুল হোটেলে দেশের মহাসম্মাননীয় এই অতিথিদের থাকার বন্দোবস্ত করা হয়েছে।
জো বাইডেন
দিল্লিতে আসার পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির থাকার বন্দোবস্ত করা হয়েছে নয়া দিল্লির আইটিসি মৌর্য হোটেলে। শুক্রবার ৮ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসার কথা রয়েছে বাইডেন-এর। সেই আলোচনায় জলবায়ু পরিবর্তন এবং শক্তির স্থানান্তর নিয়ে তারা কথা বলবেন বলে অনুমান।
ঋষি সুনক
ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত হলেও তার ঠিকানা ব্রিটেনের ১০ ডাউনিং স্ট্রিট। সেদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার আনুষ্ঠানিক সফরে ভারতে আসছেন সুনক। সাংগ্রি লা হোটেলে তার থাকার বন্দোবস্ত করা হয়েছে।
জাস্টিন ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানের আগে ইন্দোনেশিয়া সফর সেরে আসছেন। ভারতে এসে দিল্লির দ্য ললিত হোটেলে উঠবেন তিনি।
অ্যান্থনি অ্যালবানিজ
তিন দেশ সফরের অংশ হিসেবে ইন্দোনেশিয়া এবং ফিলিপিনের পাশাপাশি ভারতে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। দিল্লির ইম্পেরিয়াল হোটেলে তার আপ্যায়নের ব্যবস্থা করেছে ভারত সরকার।
চিনা কূটনীতিক দল
রাষ্ট্রপতি শি জিন পিং এবারের জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন না। পরিবর্তে চীনা কূটনীতিকদের একটি দল যোগ দেবে এবারের বৈঠকে, যার নেতৃত্ব দেবেন লি কিয়াং।
এই প্রথমবার চীনের কোনও রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকছেন না জি-২০ সম্মেলনে।
২০০৮ সালের প্রথম সম্মেলন থেকে গতবার পর্যন্ত প্রতিটি বৈঠকের উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রপতিরা। এমনকী, ২০২০ এবং ২০২১ সালে করোনা অতিমহামারীর সময়েও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জিন পিং।
তবে এবারে চীনের যে কূটনীতিকরা আসছেন, তারা দিল্লি তাজ হোটেলে থাকবেন বলে জানা গেছে।
আরও পড়ুনঃ জি–২০ সম্মেলনে যোগ দিচ্ছেন বাইডেন
মন্তব্য করুন