রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোওয়ানের সাথে আলোচনা করেন।
তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের বন্দর থেকে শস্য রপ্তানির অনুমতি দেয়ার জন্য হওয়া একটি চুক্তি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হিসেবে এই আলোচনা হয়।
বৈঠকের শুরুতে পুতিন এরদোয়ানকে বলেন, “আমি জানি যে, আপনি শস্য চুক্তির বিষয়টি উত্থাপন করতে চান,” “আমরা এই প্রশ্নে আলোচনা করার জন্য প্রস্তুত।”
এরদোয়ান বলেন, তিনি আশা করেন, বৈঠক থেকে আসা বার্তাটি “বিশ্বের জন্য, বিশেষ করে অনুন্নত আফ্রিকান দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গৃহীত হবে।”
রাশিয়া জুলাই মাসে শস্য চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। তাদের অভিযোগ এর সাথে অন্য একটি চুক্তিতে রাশিয়াকে খাদ্য এবং সার রপ্তানির ওপর যে প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করার যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা কার্যকর করা হয়নি।
সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের বাহিনী কৃষ্ণ সাগরের উত্তর-পশ্চিমাঞ্চলে ইউক্রেনের চারটি উচ্চ-গতির সামরিক নৌযান ধ্বংস করেছে। একটি টেলিগ্রাম পোস্টে রাশিয়ার মন্ত্রকটি বলেছে, নৌকাগুলো ইউক্রেনীয় সেনাদের নিয়ে ক্রাইমিয়ার উপকূলের দিকে যাচ্ছিল।
ইউক্রেনের বিমান বাহিনী ইউক্রেনের কিছু অংশে রাশিয়ার ড্রোন হামলার কারণে রাতভর একাধিক সতর্কতা জারি করেছে। এর মধ্যে দানিউব নদীর ধারে ইজমেল এলাকাও রয়েছে, যা গত কয়েক মাস ধরে শস্য রপ্তানির চাবিকাঠি ছিল।
ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা রাশিয়ার ১৭টি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে, তবে ইজমাইলে গুদাম, উৎপাদন ভবন এবং কৃষি যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিপার বলেন, ড্রোন থেকে ধ্বংসাবশেষ পড়ার কারণেও বেশ কয়েক জায়গায় আগুন ধরে গেছে।
আরও পড়ুনঃ আফগানিস্তান: নারীদের মধ্যে আত্মহত্যা প্রবণতার উদ্বেগজনক বৃদ্ধি
মন্তব্য করুন