চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ-পূর্ব মিশিগানে প্রচণ্ড বজ্রসহ ঝড় এবং রেকর্ড-ব্রেকিং সাতটি টর্নেডো প্রবাহিত যাওয়ার পরে প্রায় ৪,০০,০০০ এরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে যায়।
এর বেশিরভাগ গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে।
রবিবার সকাল পর্যন্ত এই সংখ্যা কমিয়ে ১,২৫,০০০ জন গ্রাহকে আনা হয় এবং পুনরুদ্ধার কাজ চলছে ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় খুব শীঘ্রই সকল গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়া হবে ৷
এদিকে মিশিগানের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত গ্রাস লেক এবং ম্যানচেস্টারের কমিউনিটিতে বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে।
গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের সাথে সংশ্লিষ্ট কর্মীরা জনগণকে সম্ভাব্য বিপদ এড়াতে বিদ্যুতের লাইন থেকে কমপক্ষে ২৫ ফুট দূরে থাকার জন্য অনুরোধ করেছেন।
অরক্ষিত বিদ্যুৎ লাইন নজরে আসলে ৯১১ এ কল করে কনজিউমার এনার্জিকে জানতে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুনঃ সোয়াইন ফ্লু: মিশিগানে মানব দেহে শনাক্ত
মন্তব্য করুন