মৌলভীবাজারের বড়লেখায় সুজানগরে আর্তমানবতার সেবায় দিগন্ত মেডিকেল সেন্টার এর আগামী দিনের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার সুজানগর ইউনিয়নের দিগন্ত ফাউন্ডেশন উদ্যোগে শনিবার স্থানীয় ইউনিয়ন পরিষদ হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছাবির আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক লিয়াকত হাসানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহমেদ ফয়সাল জামান।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান নসীব আলী, ফখরুল ইসলাম সুনু মিয়া, হাজী আব্দুর রহমান সমছ, হাজী ফরিজ উদ্দিন, মাষ্টার আব্দুল মালিক, আলাল উদ্দিন (মেম্বার), সফির উদ্দিন, মনির উদ্দিন, আব্দুল খালিক বাবুল, নাদের আহমদ, আব্দুল আজিজ, বদরুল ইসলামসহ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক আসহাব উদ্দিন জুয়েল, মাষ্টার সরফ উদ্দিন, মুতিবুল ইসলাম মুবেল, প্রচার সম্পাদক আশফাক আহমেদ সহ ইউনিয়নের রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সংগঠনের সহ অর্থ সম্পাদক হাফিজ হোসেন আহমদ কুতুব উদ্দিনের মোনাজাত পরিচালনায় মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্য করুন